Breaking News

AsiaCup2025 TeamIndia

ভারতের এশিয়া কাপ দল থেকে শুভমান গিলসহ তিন তারকা বাদ

এশিয়া কাপের দল গঠনে বড় চমক — শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের জায়গা হচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে। ফিটনেস ও বর্তমান ফর্মকে ভিত্তি করে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়ছে ভারত।

AsiaCup2025 TeamIndia Readies for the Tournament %%page%% %%sep%% %%sitename%%

AsiaCup2025 TeamIndia

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য দল (AsiaCup2025 TeamIndia) গোছাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ফিটনেস ও বর্তমান ফর্মকে গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, যার ফলে বাদ পড়তে চলেছেন দলের তিন বড় তারকা — শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল

প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা হবে ১৯ বা ২০ আগস্ট। ক্রিকেটারদের সর্বশেষ ফিটনেস রিপোর্ট ও পারফরম্যান্স পর্যালোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বর্তমানে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে চমৎকার পারফরম্যান্স করছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব তিন নম্বরে, হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে ব্যাট করছেন। এই স্থায়ী ব্যাটিং অর্ডারে শুভমান, যশস্বী ও রাহুলের জন্য জায়গা সংকুচিত হয়ে পড়েছে। নির্বাচক কমিটির এক কর্মকর্তা জানান, অভিষেক এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের একজন, সঞ্জুর ফর্ম দারুণ, আর সূর্য ও তিলক বার্মা নিজেদের অবস্থান পাকা করেছেন।

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে

ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি বিসিসিআইয়ের, বাতিল হতে পারে এশিয়া কাপ!

আইপিএলের কমলা টুপি জয়ী সাই সুদর্শনকেও রাখা হচ্ছে না দলে। উইকেটরক্ষক হিসেবে সঞ্জু খেললে বিকল্প হবেন জিতেশ শর্মা বা ধ্রুব জুরেল। চোটের কারণে ঋষভ পান্ত বাদ পড়েছেন। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন রিঙ্কু সিংহ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিভম দুবে। নীতিশ কুমার রেড্ডি চোটের কারণে বাদ। স্পিন বিভাগে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পেস আক্রমণে রয়েছেন অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাহ। বুমরাহ ইংল্যান্ড সফরে খেললেও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে অংশ নাও নিতে পারেন। এশিয়া কাপে হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণ — এই দু’জনের মধ্যে একজন জায়গা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, ভারত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখে ফিটনেস, ফর্ম ও বহুমুখী দক্ষতাকে প্রাধান্য দিয়ে একটি শক্তিশালী দল গঠন করছে।

আরও পড়ুন :

২০২৬ ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ: আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি

বিশ্বকাপের আগে ছয় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ad

আরও পড়ুন: