Breaking News

PataudiMedal

ভারত-ইংল্যান্ড সিরিজ: জয়ী অধিনায়ককে ‘পতৌদি পদক’ দেবে ইসিবি

ইসিবি–র তরফে জানানো হয়েছে, “পতৌদি পরিবারের খেলায় অবদানকে সম্মান জানাতেই বিজয়ী অধিনায়ককে ‘পতৌদি পদক’ প্রদান করা হবে।”

PataudiMedal Celebrates Historic Cricket Legacy %%page%% %%sep%% %%sitename%%

PataudiMedal

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  ভারত-ইংল্যান্ড ক্রিকেট সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায়ে নতুন সংযোজন। পাঁচ ম্যাচের আসন্ন টেস্ট সিরিজকে কেন্দ্র করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে—বিজয়ী অধিনায়ককে প্রদান করা হবে ‘পতৌদি পদক’ (PataudiMedal)

এই সিদ্ধান্ত এসেছে একটি বিতর্কের পর, যখন পতৌদি ট্রফির নাম পরিবর্তন করে রাখা হয় ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’। এই নামকরণ নিয়ে ক্রিকেটমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার কড়া সমালোচনা করেন।

ইসিবি’র প্রস্তাব: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম হতে পারে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”

পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর

তীব্র সমালোচনার মুখে পড়েই, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইসিবিকে অনুরোধ করে, যাতে পতৌদি পরিবারের সম্মান রক্ষার্থে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়। সেই প্রেক্ষিতেই এবার পতৌদি পরিবারের নামে একটি পদক প্রবর্তন করার সিদ্ধান্ত নেয় ইসিবি।

বিসিসিআই সূত্র জানাচ্ছে, এই পদকের প্রস্তাবনায় নিজেই এগিয়ে এসেছিলেন শচীন টেন্ডুলকার। এমনকি তিনি ইসিবির সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেন এবং পতৌদি পরিবারের নাম যেন ভারত-ইংল্যান্ড ঐতিহ্যে বজায় থাকে, সেই দাবি তোলেন।

বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি–র চেয়ারম্যান জয় শাহও এই উদ্যোগে ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ড ও ভারতের ক্রিকেট ইতিহাসে পতৌদি পরিবার এক বিশেষ অধ্যায়। নবাব মনসুর আলি খান পতৌদি ভারতের প্রাক্তন অধিনায়ক ছিলেন এবং তার বাবা ইফতিখার আলি খান পতৌদি ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। অর্থাৎ, দুটি দেশের সাথেই এই পরিবারের গভীর যোগ রয়েছে।

ইসিবি–র তরফে জানানো হয়েছে,
“পতৌদি পরিবারের খেলায় অবদানকে সম্মান জানাতেই বিজয়ী অধিনায়ককে ‘পতৌদি পদক’ প্রদান করা হবে।”

আরও পড়ুন :

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সহ জার্সি উপহার রোনালদোর

মুম্বই থেকে কলকাতায় ফিরছেন ভারতের সেরা ডিফেন্ডারদের একজন

ad

আরও পড়ুন: