Breaking News

বিসিসিআই নির্বাচন ২০২৫

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের নির্বাচন, যেসব পদে প্রতিদ্বন্দ্বিতা হবে

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের নির্বাচন। সভাপতির পাশাপাশি সহসভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদেও ভোট হবে।

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের নির্বাচন, সভাপতিসহ একাধিক পদে ভোট

বিসিসিআই নির্বাচন ২০২৫

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বড় পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। কারণ বর্তমান সভাপতি রজার বিনি বয়সসীমা অতিক্রম করেছেন। ৭০ বছরের ঊর্ধ্বে হওয়ায় তাকে পদ ছাড়তে হলো বাধ্যতামূলকভাবে। বর্তমানে সহসভাপতি রাজিব শুক্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে নতুন সভাপতি নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে বোর্ড।

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেদিন দুপুর ১২টায় শুরু হবে নির্বাচন। কাকতালীয়ভাবে একই দিনে বসবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচও। তাই ক্রিকেটপ্রেমীদের জন্য দিনটি হয়ে উঠতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন শুধু সভাপতির পদই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে সহসভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদ। বোর্ডের বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যেই রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

নীতা আম্বানির প্রিয় চায়ের কাপের দাম ৩ লাখ টাকা! জানুন এর পিছনের গল্প

Game Over অনলাইন গেমিংয়ের: ৩১ হাজার কোটির ইন্ডাস্ট্রি নিয়ে যে পথে কড়া পদক্ষেপ মোদী সরকারের

সভায় শুধু নির্বাচনই হবে না, বোর্ডের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনায় থাকবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং ডব্লিউপিএল গভর্নিং কাউন্সিল। সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাপেক্স কাউন্সিলে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে একজন সাধারণ সদস্য এবং ভারতীয় ক্রিকেটারদের সংগঠন থেকে দুজন প্রতিনিধি।

আইপিএলের চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন অরুণ ধুমাল। প্রায় ছয় বছর ধরে প্রশাসনিক দায়িত্ব পালন করার পর তাকেও বাধ্যতামূলকভাবে পদ ছাড়তে হচ্ছে। নিয়ম অনুযায়ী তাকে যেতে হবে ‘কুলিং পিরিয়ডে’। ফলে আসন্ন বোর্ড সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।

গুঞ্জন রয়েছে, ধুমালের জায়গায় নতুন আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজিব শুক্লা। বর্তমানে তিনি বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি। তবে আরেকটি নাম আলোচনায় আছে—মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সাবেক সচিব সঞ্জয় নায়েক

যদি শুক্লা আইপিএলের চেয়ারম্যান পদে যান, তাহলে সহসভাপতির আসনে আসতে পারেন রাকেশ তিওয়ারি। তিনি বিহার ক্রিকেট সংস্থার প্রধান এবং বিজেপি নেতা। অর্থাৎ, একাধিক পদে রদবদল হতে চলেছে আসন্ন নির্বাচনে।

এশিয়া কাপের ফাইনালের দিনই বিসিসিআইয়ের এই নির্বাচন হওয়ায় ভারতীয় ক্রিকেটে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে মাঠের লড়াই, অন্যদিকে বোর্ড প্রশাসনের দৌড়—দুই ক্ষেত্রেই সিদ্ধান্ত বদলাবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।

আরও পড়ুন :

ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশে ভারত থেকে আছেন ৪ ক্রিকেটার

পিটার নাভারোর অভিযোগের জবাব দিলেন ইলন মাস্ক: “X-এ মানুষই নির্ধারণ করে সত্য”

ad

আরও পড়ুন: