Breaking News

BCCI New Contract List 2025

রোহিত ও কোহলিরা মাসে ৭ কোটি টাকা বেতন পাবেন, ঘোষণা বিসিসিআইয়ের

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত, কোহলি ও জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নিলেও তাদের এ প্লাস ক্যাটাগরিতেই রাখা হয়েছে

BCCI New Contract List 2025 Revealed Today %%page%% %%sep%% %%sitename%%

BCCI new contract list 2025

শান্তিপ্রিয় রায়চৌধুরী: বিসিসিআইয়ের অর্থের ঝনঝনানি। ভারতের ক্রিকেট বোর্ড আজ নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ জন ক্রিকেটারের নাম রেখেছে। আজ সোমবার এ+, এ, বি এবং সি ক্যাটাগরিতে (BCCI New Contract List 2025 ) ভাগ করে তালিকা দিয়েছে ভারতীয় বোর্ড। সর্বোচ্চ ৭ কোটি থেকে সর্বনিম্ন এক কোটি টাকা বেতন পাবেন ক্রিকেটাররা।

বোর্ডের নতুন চুক্তির (BCCI New Contract List 2025 ) এ প্লাস ক্যাটাগরিতে আছেন—অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার জন্য চুক্তিতে নেই রবিচন্দ্রন অশ্বিন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত, কোহলি ও জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নিলেও তাদের এ প্লাস ক্যাটাগরিতেই রাখা হয়েছে। রিশব পান্ত গতবার বি গ্রেডে ছিলেন,এবার এ গ্রেডে উন্নীত হয়েছেন। তালিকায় আছেন—মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি।

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

IPL 2025 : আইপিএলে ফিক্সিং, ক্রিকেটারদের সতর্কবার্তা

শ্রেয়াস আইয়ারের জায়গা হয়েছে গ্রেড বি’তে। সেখানে আরও আছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব। ঈশান কিশান গ্রেড সি’তে জায়গা পেয়েছেন।

নতুন করে চুক্তিতে (BCCI New Contract List 2025 ) জায়গা পাওয়া বাকিরা আছেন গ্রেড সি’তে—নিতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, সরফরাজ খান, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা। গত বছর এই ক্যাটাগরিতে থাকা শার্দুল ঠাকুর, কেএস ভারত, আভেশ খান ও জিতেশ শর্মা চুক্তি থেকে বাদ পড়েছেন।

বিসিসিআই চুক্তির (BCCI New Contract List 2025 ) তালিকা প্রকাশ করলেও কারা কত বেতন পাবেন তা জানায়নি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগের বারের মতোই আছে চুক্তির অর্থ। অর্থাৎ এবারও এ প্লাস ক্যাটাগরিতে প্রতি মাসে ৭ কোটি, এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ কোটি এবং সি গ্রেডে ১ কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে ফরম্যাট কমলেও রোহিত ও কোহলিরা মাসে ৭ কোটি রুপি বেতন তুলবেন।

#IndianCricket #BCCI #YearlyContract #HighestPaid #bccinewcontractlist2025

আরও পড়ুন :

আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদি, আদবানি ও বাজপেয়ীও

এবারে বিধানসভায় পারফর্ম করবেন সায়ন্তিকা-লাভলি-অদিতি

ad

আরও পড়ুন: