বিসিসিআই আয় ৫ বছরে
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব কেবল মাঠেই নয়, আর্থিক দিক থেকেও বিসিসিআই এখন এককভাবে সবার শীর্ষে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে ১৪ হাজার ৬২৭ কোটি টাকা আয় করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু গত অর্থবর্ষেই (২০২৩-২৪) বিসিসিআই-এর আয় দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৩ কোটি টাকা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ–এর প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বিসিসিআই-এর ব্যাংক ব্যালেন্স ২০ হাজার ৬৮৬ কোটি টাকারও বেশি। গত বছরের বার্ষিক সাধারণ সভায় যে হিসাব উপস্থাপন করা হয়েছিল, তাতে দেখা যায়, ২০১৯ সালে যেখানে তাদের নগদ ও ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র ৬ হাজার ৫৯ কোটি টাকা, সেখানে মাত্র পাঁচ বছরে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে তিনগুণেরও বেশি।
বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই
বিরাট, শচীনদের বিজ্ঞাপনী আয় শুনলে চমকে যাবেন! বছরে কত কোটি জানেন?
বিসিসিআই শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরে আয়কর বাবদ ৩ হাজার ১৫০ কোটি টাকা নির্ধারণ করেছে।
করের বাইরে ব্যাংক আমানত থেকে সুদ বাবদ আয়ও বেড়েছে। ২০২২-২৩ সালে যেখানে এই অঙ্ক ছিল ৫৩৩.০৫ কোটি টাকা, ২০২৩-২৪ সালে তা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ কোটি টাকা।
বোর্ড কেবল আয় করছে না, রাজ্য ক্রিকেট সংস্থাগুলির জন্যও বিশাল অর্থ বরাদ্দ রেখেছে।
২০২৩-২৪ মৌসুমে: ১ হাজার ৯৯০ কোটি টাকা
২০২৪-২৫ মৌসুমে: ২ হাজার ১৩.৯৭ কোটি টাকা
এই বিপুল অঙ্কের কারণে বিসিসিআই এখন বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। রাজস্ব বৃদ্ধির মূল উৎস হলো আইপিএল, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন, মিডিয়া রাইটস বিক্রি ও স্পনসরশিপ। ক্রিকেটার থেকে রাজ্য সংস্থা—সব স্তরেই এই অর্থের প্রভাব পড়ছে।
২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের সর্বশেষ আর্থিক হিসাব প্রকাশিত হবে। বিশেষজ্ঞদের মতে, গত বছরের তুলনায় আয় আরও বেড়েছে এবং আগামী মৌসুমে এই ব্যালেন্স ২৫ হাজার কোটি টাকা ছাড়াতে পারে।
আরও পড়ুন :
ED Raid: বালি পাচারের তদন্তে শেখ জহিরুল আলি বাড়িতে তল্লাশি চালানো হয়