BumrahInjury PantFitness Concern
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : লর্ডসে শ্বাসরুদ্ধকর টেস্টে মাত্র ২২ রানে হেরে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে পিছিয়ে পড়েছে ভারত। ইংল্যান্ড সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে। বাকি দুই টেস্ট ভারতের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। এমন সময়েই দলের অন্যতম দুই স্তম্ভ—জাসপ্রীত বুমরাহ ও ঋষভ পান্ত—কে ঘিরে শঙ্কা বাড়ছে (BumrahInjury PantFitness Concern)।
গিলের কৌশলী উত্তরেই শঙ্কার ইঙ্গিত
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ভারতের অধিনায়ক শুভমান গিল-কে বুমরাহ ও পান্তের অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। প্রত্যাশিতভাবেই তিনি দিয়েছেন সংক্ষিপ্ত ও কৌশলী উত্তর:
“সময় এলে জানতে পারবেন।”
তবে তার বক্তব্যে অনিশ্চয়তার মেঘটা ঘনীভূতই হয়েছে, পরিষ্কার হয়নি কিছুই।
বুমরাহকে ঘিরে পরিকল্পনা জটিল
ভারতীয় পেস আক্রমণের প্রধান ভরসা জাসপ্রীত বুমরাহ এই সিরিজে এখন পর্যন্ত খেলেছেন দুটি টেস্ট। সিরিজ শুরুর আগে ধারণা ছিল, পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে তাকে দেখা যাবে। দুটি ইতিমধ্যে খেলে ফেলেছেন। তৃতীয়টি হবে ম্যানচেস্টার, এরপর দ্য ওভাল। কোনটি খেলবেন বুমরাহ?
‘বুমরাহ কোহিনূর হীরার মতোই মূল্যবান’— প্রশংসার বন্যায় ভারতীয় পেস তারকা
লর্ডসে মাত্র ৪৩ ওভার বল করেই সাত উইকেট তুলে নিয়ে ফাইফার পেয়েছেন বুমরাহ। তার শরীরে ক্লান্তির খুব একটা ছাপ না থাকলেও, টিম ম্যানেজমেন্ট তার ওয়ার্কলোড খুব হিসেব করে ব্যবহারের পক্ষে। তবে সিরিজ বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত হবে।
গিল নিজেই বলেছেন,
“দেখা যাক, বুমরাহ কী অবস্থায় থাকে। আমাদের পরিকল্পনায় সে আছে।”
পান্তের চোট বড় হয়ে উঠছে না তো?
অন্যদিকে ঋষভ পান্ত লর্ডসে কিপিং করতে গিয়ে চোট পান। ইনিংসের বাকি সময়ে উইকেটকিপিং না করে কেবল ব্যাটিং করেন তিনি। চতুর্থ টেস্টে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিলেও, দলের অভ্যন্তর সূত্র জানাচ্ছে, তার চোট গুরুতর নয়।
শুভমান গিল জানিয়েছেন,
“ঋষভের স্ক্যান হয়েছে। রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। আশা করছি, ম্যাচের আগে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।”
তবে স্ক্যান রিপোর্ট ভালো হলেও, দ্রুত ম্যাচ ফিটনেসে ফিরে আসা আর পুরো ম্যাচ কিপিং সামলানো—এই দুটো এক নয়। তাই ম্যানচেস্টারে যদি পান্তকে বিশ্রাম দেওয়া হয়, তবে ব্যাক-আপ কিপার হিসেবে কে নামবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনাচক্র।
ভারতের সামনে কঠিন লড়াই
সিরিজে পিছিয়ে থাকা ভারতীয় দল আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হতে চলা চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া। এর আগে একটি ম্যাচ হারলেই ট্রফি হাতছাড়া হয়ে যাবে। ফলে এই ম্যাচে সবচেয়ে অভিজ্ঞ ও কার্যকরী খেলোয়াড়দের পাওয়া দলের জন্য অত্যন্ত জরুরি।
বুমরাহ থাকলে ভারতের পেস আক্রমণ অনেক বেশি ধারালো হবে।
পান্ত না থাকলে ব্যাটিং অর্ডারও ভারসাম্য হারাতে পারে।
এই দুই তারকার উপস্থিতি দলের আত্মবিশ্বাসের দিক থেকেও বড় ফ্যাক্টর হয়ে উঠবে।
আরও পড়ুন :
আইসিসি মহিলা টি-টোয়েন্টি র্যাঙ্কিং: শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকায় ফিরলেন শেফালি ভার্মা
লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক: সময়সূচী প্রকাশ, ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি চিহ্নিত