Breaking News

CricketAustraliaPicks WTC11

ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ ঘোষণা

এখন ফাইনালের জন্য তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে, ১১ জুন।

CricketAustraliaPicks WTC11 for World Test Championship %%page%% %%sep%% %%sitename%%

CricketAustraliaPicks WTC11

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ ফাইনাল সামনে রেখে নিজেদের পছন্দের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CricketAustraliaPicks WTC11)। তাদের মতে, এই একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়রা শুধু রান বা উইকেটের সংখ্যার ওপর নয়, ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই নির্বাচিত হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সেরা একাদশে তাদেরই বেছে নেওয়া হয়েছে, যারা দুই বছরের পুরো সময়ে দেশের মাঠে ও বিদেশে ধারাবাহিক ভালো খেলেছে। এখানে কেবল রান বা উইকেট সংখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়নি।’

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে দারুণ সব ম্যাচ হয়েছে। গ্যালারি ভর্তি দর্শক, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সে ভরা ছিল এই সময়টা। এখন ফাইনালের জন্য তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে, ১১ জুন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, আর চার ও পাঁচে আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক।

ছয়ে আছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, সাত নম্বরে উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে প্যাট কামিন্সকে। বোলিং বিভাগে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও পাকিস্তানের নোমান আলি। দলের বারোতম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত ফাইনালে নেই, ক্ষতির মুখে এমসিসি

IPL 2025 : আইপিএলের সর্বকালের সেরা একাদশে নেই রোহিত

এক নজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ–

ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ একাদশ (২০২৩–২৫):

  1. যশস্বী জয়সওয়াল (ভারত)

  2. উসমান খাজা (অস্ট্রেলিয়া)

  3. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

  4. জো রুট (ইংল্যান্ড)

  5. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

  6. কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)

  7. অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া) – উইকেটরক্ষক

  8. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) – অধিনায়ক

  9. জাসপ্রিত বুমরাহ (ভারত)

  10. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)

  11. নোমান আলি (পাকিস্তান)

  12. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)

কী বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া?

“দুই বছরের নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক ফর্ম, প্রতিকূল কন্ডিশনে পারফর্ম করা এবং দলকে জয় এনে দেওয়ার মতো ক্ষমতা—এসবই ছিল বিবেচনার প্রধান মাপকাঠি।”

  • একাদশে জায়গা পেয়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন যশস্বী জয়সওয়াল, যিনি মাত্র দুই বছরের মধ্যে টেস্টে নিজেকে প্রমাণ করেছেন।

  • পাকিস্তানের হয়ে নোমান আলি ও নিউজিল্যান্ডের হেনরির অন্তর্ভুক্তিও নজর কেড়েছে।

  • বরাবরের মতো দাপটের সঙ্গে নাম রয়েছে জো রুট ও উইলিয়ামসনের।

আরও পড়ুন :

আরসিবির বিজয় উৎসবেই ১১ জনের মৃত্যু: দায় কার—ফ্র্যাঞ্চাইজি না রাজ্য সরকার?

এবার ট্রাম্পের বিরুদ্ধে এলন মাস্ক! ৪ ট্রিলিয়ন ডলারের বাজেট বিল নিয়ে তীব্র বিরোধিতা

ad

আরও পড়ুন: