Breaking News

CricketWestIndies

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড আয়, সব ঋণ পরিশোধ করে আর্থিকভাবে ঘুরে দাঁড়াল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ আয়োজনে ২৩ মিলিয়ন ডলারের নিট মুনাফা, ঘাটতি থেকে ঘুরে দাঁড়ালো CWI

CricketWestIndies Records Huge Revenue in 2024 %%page%% %%sep%% %%sitename%%

CricketWestIndies

শান্তিপ্রিয় রায়চৌধুরী : ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে রেকর্ড আয় করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CricketWestIndies)। সেই আয়ের টাকা থেকে সব ঋণ পরিশোধ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের আয় ছিল ৮৮ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি। এর অর্ধেকই এসেছে বিশ্বকাপের স্বত্ব ও আয়োজক সুবিধা থেকে, ২০% টিকিট বিক্রি, ১৫% মিডিয়া স্বত্ব এবং বাকি অংশ স্পনসরশিপ, লাইসেন্স ও মার্চেন্ডাইজ বিক্রি থেকে।

এই আর্থিক সাফল্যে ২৩ মিলিয়ন মার্কিন ডলারের নিট মুনাফা হয়, যা ২০২৩ সালের তুলনায় ৬০% বেশি। বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হওয়ায় নতুন দর্শকদের কাছে ক্যারিবিয়ান ক্রিকেটের আতিথেয়তা ও সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয় সংস্থাটি।

ক্রিকেট উইন্ডিজ (CricketWestIndies) প্রেসিডেন্ট ড. কিশোর শ্যালো বলেন, “আমরা সব প্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধ করেছি, যা আমাদের আর্থিক ভিতকে মজবুত করেছে।” ২০২২ সালে যেখানে ক্রিকেট উইন্ডিজের ঘাটতি ছিল ২.৫ মিলিয়ন ডলার, সেখানে ২০২৪ সালে তা ঘুরে দাঁড়িয়ে সংরক্ষিত আয়ে ৩৪.৬ মিলিয়ন ডলারের উদ্বৃত গড়ে।

২০২৬ ফিফা বিশ্বকাপ: মার্কিন অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যোগ হবে

ফিরে দেখা ২০২৪ : ‘বিরাট’ জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারত

সিইও ক্রিস্টোফার ডেহরিং বলেছেন, “শুধু আর্থিকভাবে নয়, আমাদের লক্ষ্য হল টেকসই ও প্রাণবন্ত ক্রিকেট কাঠামো গড়ে তোলা, যা ঘরোয়া পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত শক্তিশালী দল গঠনে সহায়ক হবে।

বিশ্বকাপ আয়োজক দেশগুলোর অর্থনীতিতে প্রায় ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক প্রভাব ফেলেছে এই টুর্নামেন্ট। হোটেল, পর্যটন, পরিবহন ও বিনোদন খাতে ব্যাপক প্রবৃদ্ধি দেখা গেছে। এছাড়া, বিশ্বকাপ ঘিরে ১.৩ বিলিয়নের বেশি ডিজিটাল ভিডিও ভিউ হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১৫০% বেশি।

বিশ্বকাপ আয়োজনের ফলে ক্যারিবিয়ান ক্রিকেট শুধুমাত্র আর্থিকভাবে নয়, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের দর্শকদের কাছে ক্যারিবিয়ান ক্রিকেটের সৌন্দর্য ও আতিথেয়তা তুলে ধরার সুযোগ পেয়েছে তারা।

#CricketWestIndies #T20WorldCup2024 #CWIProfit #DebtFree #KishoreShallow #ChristopherDehring #CricketEconomy #T20WorldCupImpact #CaribbeanCricket #ICCWorldCup #SportsBusiness #DigitalViewership #SustainableCricket #CricketDevelopment #T20Success

আরও পড়ুন :

গৌতম গম্ভীরের পর এবার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, ১ কোটি টাকা দাবি — তদন্তে সাইবার পুলিশ

“শুধু লাল কেল্লাই কেন চাই? ফতেপুর সিক্রি কেন নয়?” লাল কেল্লাকে নিজের সম্পত্তি বলে দাবি করায় সুপ্রিম কোর্টের জবাব

ad

আরও পড়ুন: