Breaking News

CheteshwarPujara IndianCricket

ভারতীয় ক্রিকেটে ধৈর্য, একাগ্রতা আর টেকনিক্যাল দক্ষতার এক উজ্জ্বল নাম চেতেশ্বর পূজারা।

ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ১০৩ টেস্টে ৭১৯৫ রান করা এই ব্যাটার ভারতের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিদায় জানালেন মাঠকে।

Cheteshwar Pujara Indian Cricket Career Highlights %%page%% %%sep%% %%sitename%%

CheteshwarPujara IndianCricket

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  প্রায় দেড় দশকের ক্যারিয়ার শেষে রবিবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করলেন ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার (CheteshwarPujara IndianCricket)। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় বিদায়ের কথা জানিয়ে বলেন, দেশের হয়ে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে একসময় সব কিছুরই সমাপ্তি ঘটে, এবং সেই মুহূর্ত এখন এসে গেছে।

পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্যারিয়ারে পূজারা খেলেছেন ১০৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ। টেস্টেই ছিল তার আসল মঞ্চ, যেখানে তিন নম্বরে ব্যাট করে তিনি ভারতের ব্যাটিংকে বারবার ভরসা দিয়েছেন। ৭১৯৫ রান করেছেন ৪৩.৬০ গড়ে। এই রানসংখ্যা তাকে ভারতের ইতিহাসে টেস্টে অষ্টম সর্বোচ্চ রানের মালিক বানিয়েছে। দীর্ঘদিন ধরে তাকে ভারতের ‘ওয়াল’ রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরী হিসেবে দেখা হয়েছে।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পূজারার। কাকতালীয়ভাবে শেষ আন্তর্জাতিক ম্যাচটিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ২০২৩ সালের জুনে ওভালে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই তার ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে দাঁড়ায়। যদিও ভারতের পক্ষে শিরোপা জেতা হয়নি, তবে পূজারা ছিলেন সেই ম্যাচের অভিজ্ঞতম সদস্যদের একজন।

বিদায় পিয়ুশ চাওলা: ভারতের দুই বিশ্বকাপজয়ী লেগ স্পিনারের অবসরের ঘোষণা

ভারতের ক্রিকেট ইতিহাসে ১৮৩ সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা

তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে। চার টেস্টে ৫২১ রান করে সিরিজসেরা হন তিনি। তার অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার ঐতিহাসিক কীর্তি গড়ে। সেই সিরিজের জন্য আজও ভক্তদের কাছে পূজারার নাম অমলিন। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিসবেন টেস্ট জয়ে ও ঘরের মাঠের বিভিন্ন সিরিজেও তিনি ছিলেন ভারতের ভরসার প্রতীক।

দেশের হয়ে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করার পাশাপাশি পূজারা ঘরোয়া ক্রিকেটেও ছিলেন সৌরাষ্ট্রের স্তম্ভ। ২০০৫ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হওয়ার পর টানা প্রায় দুই দশক ধরে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে। ভারতীয় দলে না থাকলেও ঘরোয়া আসরে তার পারফরম্যান্স সবসময়ই ছিল নজরকাড়া।

নিজের বিদায়ী বার্তায় পূজারা ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই, সতীর্থ, কোচিং স্টাফ, পরিবার এবং সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। ক্রিকেট ভক্তদের কাছ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না পূজারা। ধারণা করা হচ্ছে, তিনি ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে কিছুদিন খেলতে পারেন। একইসঙ্গে কোচিং বা কমেন্ট্রির মতো নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চার বার সেঞ্চুরি করলেন রোনাল্ডো

মিশরে সমুদ্রতলে প্রাচীন শহরের খোঁজ

ad

আরও পড়ুন: