Patoudi Trophy
ক্লাউড টিভি ডেস্ক : বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ যেমন হয় ভারত অস্ট্রেলিয়ার মধ্যে , তেমনি ইংল্যান্ড ও ভারতের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ পতৌদি ট্রফি (Patoudi Trophy)। বর্ডার-গাভাস্কার দুই দেশের মধ্যে হলেও পতৌদি ট্রফি হয় শুধু ইংল্যান্ডে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর চিন্তাভাবনা রয়েছে আগামী জুন-জুলাইয়ের ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ হওয়ার পর এই ট্রফিকে অবসরে পাঠানো।
পতৌদি পরিবারের নামানুসারে এই ট্রফি (Patoudi Trophy)। ভারত ও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির বাবা ইফতিখার আলী খান পতৌদি।
ভারত ও ইংল্যান্ডের ২০০৭ সালে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ট্রফির নামে টেস্ট সিরিজ আয়োজন করে ইংল্যান্ড। তবে এই সিরিজ হয় শুধু মাত্র ইংল্যান্ডে।
IPL 2025 Trophy : আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর দাম কত জানেন? জানলে চমকে যাবেন
ভারতীয় ক্রিকেটারদের প্রতি কঠোর হলো বিসিসিআই, মানতে হবে দশটি নির্দেশ
মনে করা হচ্ছে, পতৌদি নাম পরিবর্তন করে দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারের নামে হতে পারে নতুন ট্রফির নাম। যেমনটা আছে বর্ডার – গাভাস্কার ট্রফি।
এই খবরে হতাশ মনসুর আলী খান পতৌদির স্ত্রী ও কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। হিন্দুস্থান টাইমসকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৮০ বছর বয়সি অভিনেত্রী বলেছেন, ‘আমি এখনও সরকারিভাবে কিছুই শুনিনি। তবে সাইফকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে তারা ওই ট্রফিকে (Patoudi Trophy) অবসরে পাঠাতে চায়। এবার বিসিসিআই যদি মনে করে টাইগারের (মনসুর) যে ভারতীয় ক্রিকেটের প্রতি উত্তরাধিকার বা অবদান, সেটা তারা মনে রাখতে চায় না, তাহলে সেটা তাদের ব্যাপার।’
আরও পড়ুন :
পুদুচেরি এবং টেনকাসিতে চেন্নাই সুপার কিংস ক্রিকেট একাডেমি করবে
ফুটবলের মজার ঘটনা : যুগ যুগ ধরে বিশ্ব ক্রীড়াঙ্গনে কত মজার ঘটনাই না ঘটেছে।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS