Breaking News

Future India Test Captain

রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শুবমান গিলের উত্থান: ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা

ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তন নতুন যুগের সূচনা করবে

Future India Test Captain: Who Will It Be? %%page%% %%sep%% %%sitename%%

Future India Test Captain

শান্তিপ্রিয় রায় চৌধুরী : আইপিএলের মাঝেই বুধবার রাতে রোহিত জানিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন। আগামী মাসের ইংল্যান্ড সফর থেকেই তাই নতুন অধিনায়কের (Future India Test Captain) নেতৃত্বে খেলবে ভারত। আইপিএল শেষে এই মাসের শেষ দিকে ঘোষণা করা হতে পারে ইংল্যান্ড সফরের দল।

তবে নতুন অধিনায়ক চূড়ান্ত হবে এর আগেই। রোহিতের অনুপস্থিতিতে নানা সময়ে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। এর মধ্যে দুটি সবশেষ অস্ট্রেলিয়া সফরে। তার নেতৃত্বগুণ চোখে পড়েছে আলাদা করে। নিজের বোলিংও ছিল দুর্দান্ত। তবে এই ফাস্ট বোলারের সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার শরীর।

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

ভাড়া বাড়িতে থাকা টিম ইন্ডিয়ার অলরাউন্ডার নিতিশ কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে বাবার চোখের জল মুছিয়ে দিলেন

অস্ট্রেলিয়া সফরের মাঝেই তিনি চোট নিয়ে দেশে ফিরেছিলেন তিনি, এরপর তাকে মাঠের বাইরে রাখে বেশ কিছুটা সময়। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দল তাকে পায়নি। মাঠে ফিরেছেন তিনি চলতি আইপিএল শুরুর পর। তিন সংস্করণেই তিনি দলের জন্য অমূল্য এক সম্পদ। স্ট্রেস’ সম্পর্কিত চোটও তার পিছু লেগে আছে। ওয়ার্কলোড বিবেচনা করে ও চোটপ্রবণ শরীরকে ভাবনায় রেখে অনেক ম্যাচেই তাকে বিশ্রাম দিতে চাইছে বিসিসিআই।

বিসিসিআই সূত্রে জানা গেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র ভাবনায় রেখে দীর্ঘমেয়াদি অধিনায়ক (Future India Test Captain) বাছাইয়ের পথেই হাঁটছে ভারতীয় দলের নীতি-নির্ধারকরা। আর সেখানেই গিল একরকম অপ্রতিদ্বন্দ্বী।

গিল এর আগে এখনও টেস্ট বা ওয়ানডেতে নেতৃত্ব দেননি। তবে গত বছর জিম্বাবুয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি অধিনায়কত্ব করেছেন শুধু। আর তাকেই দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছে। অবশ্য সীমিত ওভারের দলে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি টানা দ্বিতীয়বার। গতবার ভালো করতে না পারলেও চলতি আসরে ভালো ফর্মে আছে তার দল, পারফর্ম করছেন তিনি নিজেও।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে গিলের রেকর্ড যেমন ভালো টেস্ট এর রেকর্ড কিন্তু খুব একটা উজ্জ্বল নয়। টেস্ট ম্যাচে প্রত্যাশিত ধারাবাহিকতা কিন্তু এখানে দেখাতে পারেননি গিল। ৩২ টেস্টে তার সেঞ্চুরি পাঁচটি, ফিফটি সাতটি। ব্যাটিং গড় ৩৫.০৫। তবে তার প্রতিভা ও সামর্থ্যে ভারতীয় ক্রিকেটের আস্থা অনেক। টেস্ট দলে তাই তাকে রাখা হচ্ছে নিয়মিতই।

তাই দীর্ঘমেয়াদি ভাবনায় গিলকেই মনে করা হচ্ছে সবচেয়ে উপযুক্ত।

#ShubmanGill #RohitSharma #IndiaTestCaptain #FutureLeader #CricketLeadership #IndianCricket #NewEra #ShubmanGillCaptaincy #CricketNews #LeadershipTransition

আরও পড়ুন :

ভারত-পাকিস্তান উত্তেজনা: আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও

ad

আরও পড়ুন: