Breaking News

হরভজন বিসিসিআই সভাপতি

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে নামতে পারেন হরভজন

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে নামতে পারেন হরভজন সিং। শচীন টেন্ডুলকার গুঞ্জন উড়িয়ে দেওয়ার পর তার নাম সামনে আসছে।

হরভজন বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে | উড়িয়ে দেওয়া হলো শচীনের নাম

হরভজন বিসিসিআই সভাপতি

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। এই সভাতেই নির্বাচিত হবে বোর্ডের নতুন সভাপতি। রজার বিনির পর কে আসবেন সর্বোচ্চ পদে, সেই প্রশ্নে এখন জোর চর্চা শুরু হয়েছে।

প্রথমে শোনা যাচ্ছিল, এই দৌড়ে শচীন টেন্ডুলকার থাকতে পারেন। তবে ক্রিকেট মহলে ছড়িয়ে পড়া সেই গুঞ্জন দ্রুতই উড়িয়ে দেন শচীন নিজেই। তার ব্যবস্থাপক সংস্থা এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রা. লি. এক বিবৃতিতে জানায়—এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। একই সঙ্গে অনুরোধ করা হয় যেন সবাই এ ধরনের গুজবে কান না দেন।

তবে শচীনের নাম আলোচনার বাইরে চলে যাওয়ার পর এবার সামনে এসেছে আরেক সাবেক তারকা ক্রিকেটারের নাম। তিনি হলেন হরভজন সিং। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অফস্পিনার হরভজনকে নাকি সভাপতি পদে লড়ার জন্য মনোনয়ন দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।

রাজ্য সংস্থা থেকে মনোনয়ন ছাড়া এই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। ফলে পাঞ্জাব অ্যাসোসিয়েশনের সমর্থন হরভজনকে কার্যত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে নিয়ে এসেছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছে মনোনয়ন জমা পড়েছে। যদিও হরভজন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

দেশের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হরভজনের সাফল্যের ঝুলিতে আছে বিশ্বকাপও। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের চ্যাম্পিয়ন দলের সদস্য। তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা বোর্ড রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

এদিকে সভাপতি নির্বাচনের জন্য বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সব রাজ্য সংস্থাকে তাদের প্রতিনিধির নাম জমা দিতে হয়। সেই সময়সীমা শেষ হয়েছে গতকাল। আজই বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হতে পারে সকল প্রতিনিধির তালিকা। তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে যাবে হরভজন আদৌ প্রতিদ্বন্দ্বিতা করছেন কি না।

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের নির্বাচন, যেসব পদে প্রতিদ্বন্দ্বিতা হবে

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

অন্যদিকে, এই নির্বাচনে হরভজন ছাড়াও আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থী নামাতে পারে বলে শোনা যাচ্ছে। ক্রিকেট বোর্ডের সভাপতি পদটি কেবল প্রশাসনিক দায়িত্বই নয়, ভারতের ক্রিকেট নীতি ও কৌশল নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান। তাই প্রতিবারই এই পদে নির্বাচন ঘিরে থাকে তীব্র আগ্রহ।

ভারতীয় ক্রিকেটে হরভজন সিং শুধু একজন খেলোয়াড় নন, বরং অনেক তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে তার রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাও তাকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রাখতে পারে বলে অনেকের ধারণা।

এখন ক্রিকেট ভক্তদের চোখ বিসিসিআইয়ের পরবর্তী ঘোষণার দিকে। সভাপতি পদে চূড়ান্ত কারা লড়াই করবেন তা শিগগিরই স্পষ্ট হবে। আর যদি হরভজন সত্যিই দৌড়ে নামেন, তবে ভারতীয় ক্রিকেট প্রশাসনে দেখা যাবে নতুন এক অধ্যায়ের সূচনা।

আরও পড়ুন :

“আমি এমসিজির চারপাশে নগ্ন হয়ে হাঁটব, যদি এই গ্রীষ্মে রুট সেঞ্চুরি না করে।”

পহেলগাম হামলায় নিহত পর্যটকের বাবার দাবি, ভারত–পাকিস্তান ম্যাচ বন্ধ হোক

ad

আরও পড়ুন: