Breaking News

Sachin Tribute KingKohli

বিরাট কোহলির টেস্ট অবসর: হৃদয় ছুঁয়ে গেল কিংবদন্তিদের শ্রদ্ধা ও সমর্থনের বার্তা

টেস্টে ৯,২৩০ রানে থামলেন বিরাট, শচীনের আবেগঘন বার্তায় আলোড়িত ক্রিকেট বিশ্ব

Sachin Tribute KingKohli: A Legacy to Remember %%page%% %%sep%% %%sitename%%

Sachin Tribute KingKohli

শান্তিপ্রিয় রায় চৌধুরী : সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। ১০ হাজার রান থেকে মাত্র ৭৭০ রান দূরে থাকতে থামলেন তিনি। ২০১১ সালে সাদা পোশাকের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের পর ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি ৩১টি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন কোহলি। লাল বলের ক্রিকেট থেকে ৩৬ বছর বয়সী কোহলির আকস্মিক বিদায়ের সিদ্ধান্তে বিস্ময়ে বিমূঢ় ক্রিকেটবিশ্ব। সমর্থকদের হৃদয় ভেঙে গেছে প্রিয় তারকার বিদায়ের সিদ্ধান্তে। প্রাক্তন ক্রিকেটাররাও (Sachin Tribute KingKohli) তার সিদ্ধান্তের জন্য শুভকামনা জানাচ্ছেন।

ভারতের ক্রিকেটে কোহলিকে যার উত্তরসূরি ভাবা হয়, সেই শচীন টেন্ডুলকারও আবেগতাড়িত তার এই সিদ্ধান্তে। টেস্ট ক্রিকেট থেকে কোহলির বিদায়ের দিনে স্মৃতিচারণ করছেন এই ফরম্যাটের ক্রিকেট থেকে নিজের বিদায়ের দিনের স্মৃতির। তাতেই জানা গেছে শচীনের বিদায়ের ক্ষণে কোহলির এক আবেগঘন ঘটনার কথা।

রোহিতের বিদায়ে ১২ বছর আগের কথা মনে পড়ছে টেন্ডুলকারের

ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন!

এক্সে দীর্ঘ এক পোস্টে শচীন জানিয়েছেন (Sachin Tribute KingKohli) সেই ঘটনা, ‘তুমি যখন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছো, তখন আমার মনে পড়ে যাচ্ছে ১২ বছর আগে আমার বিদায়ের মুহূর্তটা–আমার শেষ টেস্টের সময় তুমি অসাধারণ এক প্রস্তাব দিয়েছিলে। তোমার পরলোকগত বাবার ব্যবহৃত এক টুকরো পবিত্র সুতার টুকরা আমাকে উপহার দিতে চেয়েছিলে। ওটা একান্ত ব্যক্তিগত হওয়ায় আমি নিতে পারিনি। কিন্তু তোমার সেই ভাবনা, সেই আন্তরিকতা আমার হৃদয়ে এখনও অমলিন।’

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

বিদায়ের দিনে শচীনের থেকে কোহলি পেলেন শ্রদ্ধা ও শুভকামনা, ‘আমার পক্ষ থেকে তোমাকে দেবার মতো কিছু নেই, কিন্তু জেনে রেখো, তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর অন্তরের শুভকামনা সবসময়ই থাকবে।’

সেই সঙ্গে বিরাটের উদ্দেশ্যে শচীন বলেছেন,”বিরাট, তুমি অগণিত তরুণকে অনুপ্রাণিত করেছ ক্রিকেটের ব্যাট হাতে নিতে। তোমার টেস্ট ক্যারিয়ারটা অসাধারণ। তুমি শুধু রানই করোনি, ভারতকে দিয়েছ নতুন একটা প্রজন্ম, যারা খেলাটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যায়।”

#ViratKohli #KohliRetires #TestCricket #SachinTribute #KingKohli #IndianCricket #LegendBidsAdieu #KohliLegacy #ThankYouVirat #CricketHistory

আরও পড়ুন :

আনচেলত্তি যাচ্ছেন ব্রাজিল, রিয়ালের অধ্যায় শেষের পথে

যুদ্ধবিরতির পরও আশঙ্কায় ভুগছেন কাশ্মীরবাসী, বাংকারে রসদ রেখে ঘরে ফেরা

ad

আরও পড়ুন: