Breaking News

IndiaU19 Cricket

অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড সফরের দল ঘোষণা ভারতের, জায়গা পেল বাংলার যুধাজিৎ ও ১৪ বছরের বিস্ময় বালক সূর্যবংশী

আয়ুষ মাত্রে হলেন দলের অধিনায়ক, অভিজ্ঞান কুণ্ডু সহ-অধিনায়ক

IndiaU19 Cricket Team Announcement for England Tour %%page%% %%sep%% %%sitename%%

IndiaU19 Cricket

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে প্রতিভার ঝলক আবারও চোখে পড়লো ভারতের দলে। আগামী ২৪ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ (IndiaU19 Cricket) দল ঘোষণা করেছে। নেতৃত্বে আছেন আয়ুষ মাত্রে, আর দলে সুযোগ পেয়েছে বাংলার উদীয়মান পেসার যুধাজিৎ গুহ এবং ১৪ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী, যিনি এরইমধ্যে জুনিয়র স্তরে নজর কাড়েছেন অনন্য দক্ষতায়।

ঘোষিত স্কোয়াডে রয়েছেন আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, ভিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভডা, রাহুল কুমার, সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক অভিজ্ঞান কুণ্ডু, উইকেটরক্ষক হরবংশ সিং, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ ইনান, আদিত্য রানা ও আনমোলজিৎ সিং।

ভারতের ক্রিকেট ইতিহাসে ১৮৩ সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা

রোহিত শর্মার ডেপুটির পদ হারাতে চলছেন বুমরাহ, সিদ্ধান্ত বিসিসিআইয়ের

স্ট্যান্ডবাই তালিকায় আছেন নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি ও উইকেটরক্ষক অলঙ্কৃত রাপোলেকে।

টাউন ক্লাবের এই উদীয়মান ক্রিকেটার যুধাজিৎ গুহ নিয়মিতভাবে বাংলা অনূর্ধ্ব-১৯ দলে (IndiaU19 Cricket) পারফর্ম করে এসেছেন। দ্রুতগতির বল ও ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তিনি নির্বাচকদের নজর কাড়েন। ইংল্যান্ড সফরে তিনি ভারতের পেস অ্যাটাকের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন।

বয়স মাত্র ১৪, কিন্তু সাহসিকতা ও প্রতিভায় ভরপুর বৈভব সূর্যবংশী দলে জায়গা পেয়ে সকলকে চমকে দিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে জাতীয় স্তরে সুযোগ পাওয়ার ঘটনা বিরল এবং তাঁর টেকনিক ও মানসিক দৃঢ়তা তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে গড়ে তুলতে পারে।

ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ সিরিজে পাঁচটি যুব ওয়ানডে ও দুটি মাল্টি ডে লাল বলের ম্যাচ থাকবে।

  • ওয়ানডে ম্যাচগুলো:

    • ২৭ জুন – হোভ

    • ৩০ জুন ও ২ জুলাই – নর্দাম্পটন

    • ৫ ও ৭ জুলাই – উরচেস্টার

  • লাল বল ম্যাচগুলো:

    • ১২ জুলাই – বেকেনহ্যাম

    • ২০ জুলাই – চেমসফোর্ড

এই সফর তরুণ ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হয়ে উঠবে নিজেদের আন্তর্জাতিক মানে তৈরি করে তোলার জন্য।

আরও পড়ুন :

ক্লাব বিশ্বকাপ ঘিরে ফিফার চমক: চালু হচ্ছে বিশেষ ট্রান্সফার উইন্ডো

বিশ্বে বাড়ছে শতবর্ষী মানুষের সংখ্যা, ২০৩০ সালের মধ্যেই ছোঁবে ১০ লাখের ঘর

ad

আরও পড়ুন: