Breaking News

IndiaVsPakistan LegendsChampionship

পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের অস্বীকৃতি, সরাসরি ফাইনালে পাকিস্তান

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে অস্বীকৃতি জানাল ভারতীয় দল। ফলে সরাসরি ফাইনালে চলে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।

IndiaVsPakistan LegendsChampionship Match Cancelled %%page%% %%sep%% %%sitename%%

IndiaVsPakistan LegendsChampionship

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগে আজ (৩১ জুলাই) ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান চ্যাম্পিয়নস দলের। কিন্তু সেই হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ মাঠেই গড়াল না। কারণ, ভারতের লিজেন্ডরা পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, ফলে বিনা খেলায় ফাইনালে চলে গেল পাকিস্তান (IndiaVsPakistan LegendsChampionship)।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV-র প্রতিবেদন অনুযায়ী, ভারতের লিজেন্ড ক্রিকেটারদের দলটি নিজেদের সিদ্ধান্তে সেমিফাইনালে না খেলার কথা জানিয়ে দেয় টুর্নামেন্ট আয়োজকদের। উল্লেখযোগ্যভাবে, গ্রুপ পর্বেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। সেই ম্যাচে পাকিস্তানকে বিনা খেলায় জয়ী ঘোষণা করা হয়েছিল।

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে

ভারতের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষুব্ধ আজহারউদ্দিন, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলায় উঠল প্রশ্ন

ভারতের সিদ্ধান্তে উত্তেজনার ম্যাচটি বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস দল ফাইনালে উঠে গেছে। এখন তারা অপেক্ষা করছে দ্বিতীয় সেমিফাইনালের জয়ীর জন্য, যেখানে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস

টুর্নামেন্টের অন্যতম স্পনসর EaseMyTrip-ও একটি বিবৃতিতে জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে তারা কোনো রকম ভূমিকা রাখতে চায় না। সংস্থাটি আগেই পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল, এবং এবারও তাদের অবস্থানে অটল থাকল।

ভারতের সেমিফাইনাল বয়কটের পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও বিসিসিআই বা আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেনি।

ক্রিকেট ভক্তদের জন্য এটা এক ধরনের হতাশার কারণ। ভারত-পাকিস্তান লিজেন্ডদের লড়াই মানেই আলাদা আবেগ, উত্তেজনা ও ক্রিকেটীয় সৌন্দর্য। কিন্তু এবার মাঠে গড়াল না সেই প্রতীক্ষিত দ্বৈরথ।

আরও পড়ুন :

ম্যাচ সেরা হয়ে ফুটবলার পেলেন ১০০ ডিম, ২০ লিটার দুধ

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র লাস ভেগাসে, ডিসেম্বরের শুরুতেই অনুষ্ঠানের সম্ভাবনা

ad

আরও পড়ুন: