Breaking News

IPL 2025 Schedule

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি (IPL 2025 Schedule): কার খেলা কবে

আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে আইপিএল শুরু এবং সেদিনই কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

IPL 2025 Schedule : this year IPL will start on 22nd March

IPL 2025 Schedule

ক্লাউড টিভি: আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে আইপিএল শুরু এবং সেদিনই কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। উদ্বোধনী ম্যাচের পর ইডেনেই ফাইনাল হবে ২৫ মে। এবারের আসরে সব মিলিয়ে ৭৪টি ম্যাচ খেলা হবে ১৩টি ভেন্যুতে (IPL 2025 Schedule)।

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিপক্ষে একটি ম্যাচই খেলবে (IPL 2025 Schedule)। ৭ এপ্রিল মুম্বাইয়ে হবে সেই ম্যাচ। বেঙ্গালুরু এবারের আইপিএলে লিগ পর্বে দু’টি করে ম্যাচ খেলবে কলকাতা (২২ মার্চ এবং ১৭ মে), রাজস্থান রয়্যালস (১৩ এবং ২৪ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (২৮ মার্চ এবং ৩ মে), পাঞ্জাব কিংস (১৮ এবং ২০ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের (১০ এবং ২৭ এপ্রিল) বিরুদ্ধে।

কোহলিদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বাই (৭ এপ্রিল), গুজরাট টাইটান্স (২ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদ (১৩ মে) এবং লখনৌ সুপার জায়ান্টসের (৯ মে) বিরুদ্ধে।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে আইপিএল ট্যুর,শেষ হবে ১৬ মার্চ

আইপিএল জমজমাট বাণিজ্যের খেলা, গান্ধীজিও হার মেনে ছিলেন

পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রথম ম্যাচেই তারা খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে। একই দিনে হায়দরাবাদ এবং রাজস্থান একে অপরের বিপক্ষে খেলবে হায়দরাবাদে। চেন্নাই দু’টি করে ম্যাচ খেলবে মুম্বাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), বেঙ্গালুরু (২৮ মার্চ এবং ৩ মে), রাজস্থান (৩০ মার্চ এবং ১২ মে), কলকাতা (১১ এপ্রিল এবং ৭ মে) এবং পাঞ্জাব (৮ এবং ৩০ এপ্রিল)। একটি করে ম্যাচ খেলবে তারা দিল্লি (৫ এপ্রিল), লখনৌ (১৪ এপ্রিল), হায়দরাবাদ (২৫ এপ্রিল) এবং গুজরাটের (১৮ মে) বিরুদ্ধে।

মুম্বাইও দু’টি করে ম্যাচ খেলবে চেন্নাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল এবং ১৫ মে), গুজরাট (২৯ মার্চ এবং ৬ মে), লখনৌ (৪ এবং ২৭ এপ্রিল) এবং হায়দরাবাদের বিপক্ষে (১৭ এবং ২৩ এপ্রিল)। হার্দিক পাণ্ডিয়ার দল একটি করে ম্যাচ খেলবে কলকাতা (৩১ মার্চ), বেঙ্গালুরু (৭ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল) এবং রাজস্থানের (১ মে) বিপক্ষে (IPL 2025 Schedule)।

গ্রুপ পর্বের পাশাপাশি ২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওই দিনই। পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে ইডেনে, ২৩ মে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে ওই ম্যাচে। ইডেন গার্ডেন্সেই ২৫ মে ফাইনাল খেলা হবে।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: