IPL 2025 Tour
শান্তিপ্রিয় রায় চৌধুরী : বিশ্বকাপের অনুকরণে আইপিএল ট্রফি ট্যুর (IPL 2025 Tour)হচ্ছে। প্রথমবারের মতো সেই রীতি চালু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে শুরু হয়েছে এই ট্রফি ট্যুর। ভারতের ৯টি শহরে ট্রফি নিয়ে ঘুরছে চ্যাম্পিয়ন কলকাতা।
২১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। তার আগেই ৯টি শহর ঘুরে আসবে ট্রফিটি। গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে আইপিএলের এই ট্রফি ট্যুর (IPL 2025 Tour)। শেষ হবে ১৬ মার্চ।
এ বারের আইপিএল (IPL 2025) অন্য আইপিএল গুলোর থেকে আলাদা,কার্যকরী হচ্ছে বেশ কয়েকটা নতুন নিয়ম
আইপিএল জমজমাট বাণিজ্যের খেলা, গান্ধীজিও হার মেনে ছিলেন
আসামের গুয়াহাটিতে প্রথমে গিয়েছিল আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পাটনা ও পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় এসে শেষ হবে ট্রফি ট্যুর।
কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুর পরিক্রমা করেছে আইপিএল ট্রফি। ১২ ও ১৬ মার্চ কলকাতায় থাকবে আইপিএল ট্রফি। সেখানে ভক্তরা গিয়ে ট্রফি দেখতে পারবেন (IPL 2025 Tour)।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) – https://x.com/cloudTV_NEWS