Breaking News

IPL Cheerleaders

আইপিএল কেমন কাটে চিয়ার লিডারদের

শ্বেতাঙ্গিনী হওয়ার কারণেও নানারকম অপমানজনক অবস্থার মুখোমুখি হতে হয় এই মেয়েদের

IPL Cheerleaders: Energizing the Cricket Experience %%page%% %%sep%% %%sitename%%

IPL Cheerleaders

শান্তিপ্রিয় রায় চৌধুরী: আইপিএল ভারতের একটি ঘরোয়া টুর্নামেন্ট হলেও অর্থের ঝন ঝনানিতে রীতিমতো বিশ্বের যে কোন ঘরোয়া টুর্নামেন্টকে ছাড়িয়ে গেছে। এই মেগা টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে মাঠেই দর্শক বিমোহিত করতে সংযোজিত হয়েছে চিয়ার লিডার প্রথা। নেচে নেচে নিজের দলের ক্রিকেটারদেরকে তারা সর্বদাই চাঙ্গা রাখেন। ২২ গজে খেলছেন নাইট ক্রিকেটাররা। ডি জে তারস্বরে বাজাচ্ছে ‘করবো, লড়বো, জিতবো, রে’। আর দূরে কলকাতা নাইট রাইডার্স এর জন্য ক্রমাগত চিয়ার করে চলেছেন ওরা। ওরাই তো চিয়ার লিডার (IPL Cheerleaders)।

মনে দুঃখের মেঘ জমে থাকলেও মুখে সব সময় ওদের হাসি খেলা করে। ওই হাসিই ভুবন জিতে নেয়। দলের হয়ে চিয়ার করার সময় মোহময়ী দেখায় ওদের। আইপিএলের দৌলতে চিয়ার লিডারদের দেখে ফেলেছে গোটা দেশ। গোটা বিশ্বেই কিন্তু এখন চিয়ার লিডারদের দারুন জনপ্রিয়তা। চিয়ার লিডার (IPL Cheerleaders) হিসেবে অনেকেই এখন পেশা গড়তে চান। তাই তৈরি হচ্ছে প্রতিযোগিতাও। প্রতিযোগিতা মানেই তো পরীক্ষা।পাশ করলে চাকরি। পাস করতে না পারলেই চাকরি নট। ফলে পরীক্ষায় বসতে হয় চিয়ার
লিডারদের।

পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠিন। চিয়ার লিডারদের আইকিউ টেস্ট নেওয়া হয় আর চিয়ার লিডারদের হাত হবে
সপ্রতিভ। এটাই যেন অলিখিত শর্ত। সুন্দরী তো হতেই হবে। জানতে হবে নাচ। কঠিন কঠিন প্রশ্নের জবাব হাসিমুখে দিয়ে, কঠিন থেকে কঠিনতম ধাপ উৎরোতে পারলে তবেই বেছে নেওয়া হয় চিয়ার লিডারদের (IPL Cheerleaders)। সেইসব চিয়ার লিডাররা তখন নেমে পড়েন কাজের জগতে ।

দর্জির দোকান কিংবা ছোটখাটো বস্ত্র নির্মাণ কারখানার পরিত্যক্ত ছাট কাপড় দিয়ে তৈরি হচ্ছে তুলো এবং কাগজ, নদীয়ার শান্তিপুরে ব্যতিক্রমী কর্মসংস্থান

মহা কুম্ভ মেলা উদযাপনের পিছনে রয়েছে মিথ, বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র

কিন্তু এই বিদেশিনীদের ব্যক্তিগত জীবন কেমন ? মাঠে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তা কি জানেন?

গত তিন বছর আগে এক সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় মেতে ছিলেন এক চিয়ার লিডার। চুক্তিবদ্ধ হওয়ায় কেউই প্রকাশ্যে কোনরকম মন্তব্য করতে পারেন না। কিন্তু ভারতে চিয়ার লিডারদের জীবন সম্পর্কে সমস্ত কথা তিনি প্রকাশ করেছেন খোলাখুলি।

মাঠে উপস্থিত থাকার সময় গ্যালারি থেকে এইসব চিয়ার লিডারদের (IPL Cheerleaders) দিকে ক্রমাগত ভেসে আসতে থাকে কুরুচিকর মন্তব্য। কখনো কখনো বোতল বা কাগজের বলও ছোড়া হয়। যখন দর্শকদের দিকে মুখ করে দাঁড়াতে হয়, তখন দর্শকরা অনেকেই অশালীন ইঙ্গিত করেন। এমনটা ভাবার কোন কারণ নেই যে, চিয়ার লিডাররা এই বিষয়টা উপভোগ করেন। মুখ বুজে সব কিছু সহ্য করে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকে না তাদের।শ্বেতাঙ্গিনী হওয়ার কারণেও নানারকম অপমানজনক অবস্থার মুখোমুখি হতে হয় এই মেয়েদের। পুরুষদের অনেকেই মনে করেন, শ্বেতাঙ্গিনী মানেই যৌন উপকরণ মাত্র। বহু লোক চিয়ার লিডারদের কাছে জানতে চায়, ক্রিকেটারদের সঙ্গে এদের সম্পর্কের মাত্রাটি ঠিক কেমন? কতটা ঘনিষ্ঠতা হয় তাদের ক্রিকেটারদের সঙ্গে? চিয়ার লিডাররা একথা বলে বলে ক্লান্ত হয়ে যান যে, ক্রিকেটাররা এদের পাত্তাই দেন না।

চিয়ার লিডারদের অনেকেই বেশ উচ্চশিক্ষিত। সোশ্যাল মিডিয়ায় আসা এই মেয়েটি আনথোপলজির ছাত্রী ছিলেন। মেয়েটি বলেছেন, নাচের জন্য খুব বেশি রিয়াশাল তারা করেন না।চার আর ছয়ের জন্য দু ধরনের নাচের জন্য তারা প্রস্তুত থাকেন। বাকিটুকু তাৎক্ষণিক নিজের মত করে তৈরি করেন। সেই সঙ্গে এ-ও বলেছেন, যে ধরনের পোশাক পরে তাদের উপস্থিত থাকতে হয়, তা তাদের নিজেদেরও পছন্দ নয়।

ভারতে তাদের থাকা খাওয়ার যে ধরনের বন্দোবস্ত হয় তা একেবারে যাচ্ছে তাই। নির্ধারিত হোটেলের ঘরে আরশোলা এবং ইঁদুরের সঙ্গে বসবাস করার অভিজ্ঞতা এদের অনেকেরই হয়েছে। আর সব থেকে চমকে যাওয়ার মত তথ্য হল, এই যে চিয়ার লিডাররা কেউই ক্রিকেটপ্রেমী নন। এমনকি ক্রিকেট খেলার নিয়মটাও বোঝেন না!

#IPL2025 #Cheerleaders #lifestyle #cloudtv #exclusive

আরও পড়ুন :

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, উত্তপ্ত এলাকা শান্ত রাখতে কড়া পদক্ষেপ

বিএসএফ-এর সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী, পরিস্থিতি দেখতে মুর্শিদাবাদে ডিজি রাজীব কুমার

ad

আরও পড়ুন: