Breaking News

IPL Ticket Prices

আইপিএলের কিছু টিকিটের দাম লাখ পেরিয়ে গেছে!

শুধু ইডেনের টিকিটের দাম নয়, চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টিকিট নিয়েও চাহিদা তুঙ্গে

IPL Ticket Prices Are Skyrocketing This Season %%page%% %%sep%% %%sitename%%

IPL Ticket Prices

ক্লাউড টিভি ডেস্ক : আর কয়েকটা দিন। তারপরেই ২২ মার্চ শুরু হয়ে যাবে কোটিপতি টি-টোয়েন্টি লিগ। উন্মাদনা রয়েছে। এ বারের আইপিএলের প্রথম ম্যাচটাই হবে ইডেনে। কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে । বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছে টিকিট।

কিন্তু গত বছর কেকেআরের ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ছিল ৭৫০ টাকা। এ বারে সেটা বেড়ে হয়েছে ৯০০ টাকা। কিছু টিকিটের দাম আবার লাখ ছুঁয়েছে!
IPL 2025 Trophy : আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর দাম কত জানেন? জানলে চমকে যাবেন

IPL 2025 New Rules – আইপিএল নতুন নিয়মে

শুধু ইডেনের টিকিটের দাম নয়, চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টিকিট নিয়েও চাহিদা তুঙ্গে । পাঁচবারের আইপিএল জয়ী এই দু’টি দলের ম্যাচ রয়েছে চেন্নাইয়ে ২৩ মার্চ। সেই ম্যাচের টিকিট নিয়েও চলছে কালোবাজারি। লোয়ার স্ট্যান্ডের একটি টিকিটের দাম উঠেছে ৮৫ হাজার ৩৮০ টাকা। কিছু টিকিটের দাম আবার লাখ পেরিয়ে গেছে!

ক্রিকেট প্রশাসক নরেশ ওঝা মনে করেন, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় আইপিএলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে ।
বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় অবশ্য মনে করেন না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইপিএলের উন্মাদনা বাড়বে। তাঁর মতে আইপিএল নিয়ে মানুষের আগ্রহ আগেও ছিল এখনো আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শক আলাদা, আইপিএলের আলাদা। টুর্নামেন্ট দুটিকে মিলিয়ে ফেলা ঠিক হবে না।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: