IPL2025 new rule
ক্লাউড টিভি : আর মাত্র কয়েকটা দিন। তারপর আইপিএলের ১৮তম সংস্করণ শুরু হচ্ছে। এ বারের আইপিএল অন্য বারের আইপিএল থেকে থেকে কিছুটা আলাদা। কার্যকরী হতে চলেছে বেশ কয়েকটা নতুন নিয়ম (IPL2025 new rule)। আর ভারতীয় ক্রিকেটারদের সেই সঙ্গে থাকছে বাড়তি লক্ষ্মীলাভের সুযোগ। বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক সবকিছু।
এ বারের আইপিএল থেকে ম্যাচ ফি চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় মুদ্রায় দেশের প্লেয়াররা ৭.৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন (IPL2025 new rule)। তা অবশ্য তাঁদের আইপিএল টিম থেকে পাওয়া চুক্তির টাকার বাইরে। ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য মোট ১২.৬০ কোটি টাকা অনুমোদন করেছে বোর্ড।
আইপিএল জমজমাট বাণিজ্যের খেলা, গান্ধীজিও হার মেনে ছিলেন
ডোনাল্ড ট্রাম্প ফুটবলও খেলতেন, কিনতে চেয়েছিলেন একটা ক্লাবও
গত বছর মরুশহরে হওয়া আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। এ বার তিনি যদি আইপিএলে ১৪টি ম্যাচেই খেলার সুযোগ পান, তা হলে তাঁর অতিরিক্ত রোজগার হবে ১ কোটিরও বেশি (IPL2025 new rule)।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) – https://x.com/cloudTV_NEWS