Breaking News

IPL2025 Playoff

জমে উঠেছে আইপিএল প্লে-অফের লড়াই, যেতে কার কী সমীকরণ?

লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ নিজেদের হাতে নেই

IPL2025 Playoff Predictions and Insights %%page%% %%sep%% %%sitename%%

IPL2025 Playoff

শান্তিপ্রিয় রায়চৌধুরী: জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল (IPL2025 Playoff )। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচই জিততে হতো সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু বৃষ্টি সুযোগই দিল না গেল আসরের রানারআপ দলটিকে। দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১৩৩ রানে আটকে রেখেও ম্যাচ শেষ করা হলো না হায়দরাবাদের।আর এটাই নিশ্চিত করলো তাদের বাদ পড়া।

চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে এবারের আইপিএল থেকে বিদায় নিল সানরাইয়ার্স হায়দরাবাদ। বাকি থাকা সাত দলের (IPL2025 Playoff) সামনে এখন পর্যন্ত সুযোগ আছে আসরে টিকে থাকার। এদের মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স বলতে গেলে নিজেদের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে।

আইপিএল জমজমাট বাণিজ্যের খেলা, গান্ধীজিও হার মেনে ছিলেন

এ বারের আইপিএল (IPL 2025) অন্য আইপিএল গুলোর থেকে আলাদা,কার্যকরী হচ্ছে বেশ কয়েকটা নতুন নিয়ম

সবচেয়ে ভালো অবস্থানে আছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে তারা। বাকি থাকা ম্যাচগুলো থেকে ১ জয় পেলেই তারা শীর্ষ চার নিশ্চিত করবে। ২ জয় পেলে নিশ্চিত করবে সেরা দুইয়ে থাকা।

শুরুটা বাজে হয়েছিল মুম্বাইয়ের। তারপর তারা টানা ৬ ম্যাচ জিতে দারুণ অবস্থানে আছে। বাকি থাকা ৩ ম্যাচ টানা জিতলে সেরা দুইয়ে চলে আসতে পারে ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে অন্তত ২ ম্যাচ জিততেই হবে প্লে-অফ নিশ্চিত করতে। মুম্বাই অবশ্য প্রতিপক্ষ হিসেবে কিছুটা কঠিন দলই পাচ্ছে। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস তাদের প্রতিপক্ষ।

আসরের শুরু থেকেই ছন্দে থাকা দল গুজরাট টাইটান্সের জন্যেও প্লে-অফ খুব একটা কঠিন না। বাকি থাকা ৪ ম্যাচের মধ্যে জিততে হবে ২ম্যাচ। ৩ ম্যাচ জিতলে সুযোগ থাকবে সেরা দুইয়ে যাওয়ার। ভাল সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসেরও। তবে মুম্বাইকে হারাতে পারলে এবং ভাল নেট রানরেট দরকার হবে সেরা দুই নিশ্চিত করতে।

দিল্লি ক্যাপিটালসের কপাল কিছুটা পুড়েছে গতকালের বৃষ্টিতে। ২ ম্যাচ জিতলেও খুব একটা নিশ্চিত হতে পারবে না অক্ষর প্যাটেলের দলের। বাকি থাকা ৩ ম্যাচেও যদি জিতে যায় দল সেক্ষেত্রে অন্তত ৩ বা ৪-এ থাকতে পারবে তারা।

বাকি থাকা দুই দল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ নিজেদের হাতে নেই। তাদের জিততে হবে সব ম্যাচই। শুধু সেখানেই থামা যাবে না তাদের। নেট রান রেট সামাল দিতে দরকার বড় ব্যবধানের জয়।

#IPL2025 #IPL18 #Playoff #IndianPremiereLeague

আরও পড়ুন :

রোহিত শর্মার ডেপুটির পদ হারাতে চলছেন বুমরাহ, সিদ্ধান্ত বিসিসিআইয়ের

অভাবনীয় কান্ড : ৩ কোটি ইউরো’ মাঠে ছুড়ে মেরে সমর্থকদের স্লোগান—রোনালদো বাড়ি যাও

ad

আরও পড়ুন: