IPL2025 PlayoffRace
শান্তিপ্রিয় রায়চৌধুরী | ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর ১৮তম আসর জমে উঠেছে প্লে-অফের দৌড়কে (IPL2025 PlayoffRace) কেন্দ্র করে। লিগ পর্বের শেষদিকে এসে ইতোমধ্যেই তিনটি দল নিজেদের প্লে-অফ নিশ্চিত করেছে। এই তিন দল হলো গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। চতুর্থ দল হিসেবে কে প্লে-অফে জায়গা করে নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
শীর্ষে গুজরাট:
গুজরাট টাইটান্স টুর্নামেন্টে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে দলটি ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স তাদের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
বেঙ্গালুরু ও পাঞ্জাবও প্লে-অফে:
১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে-অফ (IPL2025 PlayoffRace) নিশ্চিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। উভয় দলই এবারের আসরে দারুণ ফর্মে রয়েছে। বিশেষ করে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স বেঙ্গালুরুকে এগিয়ে রেখেছে।
এ বারের আইপিএল (IPL 2025) অন্য আইপিএল গুলোর থেকে আলাদা,কার্যকরী হচ্ছে বেশ কয়েকটা নতুন নিয়ম
চতুর্থ স্থান নিয়ে রুদ্ধশ্বাস লড়াই:
চতুর্থ প্লে-অফ স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে।
মুম্বাই ইন্ডিয়ান্স:
এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই। শেষ দুই ম্যাচে যদি তারা জয়লাভ করে, তাহলে তাদের পয়েন্ট হবে ১৮, যা প্লে-অফ নিশ্চিত করার জন্য যথেষ্ট। বাকি ম্যাচগুলোতে তারা মুখোমুখি হবে দিল্লি ও পাঞ্জাবের। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং জাসপ্রিত বুমরাহর মতো তারকা খেলোয়াড়দের ওপরই ভরসা রাখবে দলটি।
দিল্লি ক্যাপিটালস:
দিল্লি এখন ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। তাদের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ও পাঞ্জাব। দুই ম্যাচেই জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৭, যা প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু একটি ম্যাচ হারলেই প্লে-অফ স্বপ্ন ভেঙে যেতে পারে। এমন অবস্থায় অধিনায়ক ঋষভ পন্থের সামনে বড় চ্যালেঞ্জ।
লখনৌ সুপার জায়ান্টস:
লখনৌয়ের অবস্থান এখন সাত নম্বরে, ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। তাদের প্লে-অফে যাওয়ার পথ কঠিন হলেও বন্ধ নয়। শেষ তিন ম্যাচে হায়দরাবাদ, গুজরাট ও বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৬। তবে শুধু জয় নয়, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফল ও রানরেটের দিকেও।
রানরেট হতে পারে ফ্যাক্টর:
যেহেতু পয়েন্টের ব্যবধান খুবই কম, তাই শেষ পর্যন্ত নেট রানরেট প্লে-অফ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে শুধু ম্যাচ জেতাই নয়, বড় ব্যবধানে জয়ও এখন জরুরি হয়ে উঠেছে।
এখন শুধু সময়ই বলে দেবে, কে হতে চলেছে চতুর্থ দল। কিন্তু এই মুহূর্তে প্রতিটি ম্যাচই যেন ফাইনাল। ভক্তদের উত্তেজনার পারদ চরমে, কারণ যে কোনো দলই দিতে পারে শেষ মুহূর্তের চমক।
আরও পড়ুন :
যুক্তরাষ্ট্র থেকে ফেরত গেল ১৫ টি আমের চালান, ভারতের আম রপ্তানিতে বড় ধাক্কা
যৌন নির্যাতনের তদন্ত চলাকালেই আইসিসি’র চিফ প্রসিকিউটর পদ ছাড়লেন