IPLFinal2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২ জুন ২০২৫ : প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। ভারতের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় ঘরোয়া লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) (IPLFinal2025) পাচ্ছে এক নতুন চ্যাম্পিয়ন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস— দুই দলই আইপিএলের ইতিহাসে বহুবার চেষ্টা করেও কখনো শিরোপা ছুঁতে পারেনি। এবার একটিমাত্র রাত আলাদা করে দেবে বিজয়ীকে।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ থেকে শুরু করে একাধিক আইসিসি ট্রফি জয় করা বিরাট কোহলি-র ঝুলিতে আইপিএল ট্রফি নেই—এ যেন ইতিহাসের এক অদ্ভুত বৈপরীত্য। ১৭ বছর ধরে আরসিবির প্রাণভোমরা হয়ে থাকা কোহলি ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালের ফাইনালে পৌঁছেও ফিরেছেন খালি হাতে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?
রোহিতের আইপিএল দৌড় থামালেন শ্রেয়স আয়ার, এবার কি তবে বিরাটের পালা
এবার, ২০২৫ সালের ফাইনালে, তার সামনে এসেছে এক নতুন সুযোগ—সেই শেষ শূন্যস্থান পূরণ করার। দীর্ঘ ৯ বছর পর ফাইনাল খেলছে আরসিবি। সময় বদলেছে, খেলোয়াড় বদলেছে, এমনকি নিয়মও। কিন্তু কোহলি রয়েছেন এক অতল আত্মবিশ্বাস ও অদম্য লড়াইয়ের প্রতীক হয়ে।
২০১৪ সালের পর এই প্রথম আইপিএল ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। দীর্ঘ পথ পেরিয়ে তারা এখন শিরোপার একদম সামনে। একসময় কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত এই দলটি ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়েছিল।
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন। প্রতিটি ম্যাচে গ্যালারিতে তার আবেগ, চিৎকার, উল্লাস যেন হয়ে উঠেছে পাঞ্জাব দলের এক অবিচ্ছেদ্য অংশ। যেমন চেন্নাইয়ের ধোনি, বেঙ্গালুরুর কোহলি, তেমনই পাঞ্জাবের আত্মা প্রীতি জিনতা।
আরসিবি চলতি মৌসুমে ছিল টেবিল টপার। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়।
পাঞ্জাব, যদিও দ্বিতীয় অবস্থানে থেকে প্লে-অফে উঠেছিল, তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে।
উল্লেখযোগ্য, কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অনবদ্য ব্যাটিং মুম্বাইকে ছিটকে দেয় প্রতিযোগিতা থেকে।
তারিখ: ৩ জুন ২০২৫, মঙ্গলবার
সময়: রাত ৮টা
স্থান: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
বিশেষত্ব: যে দলই জিতুক, আইপিএল ইতিহাসে প্রথমবার তারা শিরোপা ছিনিয়ে নেবে
দল | ফাইনাল খেলা | শিরোপা জয় | সর্বশেষ ফাইনাল |
---|---|---|---|
RCB | ৩ বার | ০ বার | ২০১৬ |
Punjab Kings | ১ বার | ০ বার | ২০১৪ |