IPLPrizeMoney
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ৪ জুন, ২০২৫ : অবশেষে ১৮ বছরের অপেক্ষা শেষে আইপিএলের প্রথম শিরোপা ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শুধু শিরোপা নয়, এবারের আইপিএলে ঝলমলে ছিল পুরস্কারের (IPLPrizeMoney) বাহার। দলীয় সাফল্যের সঙ্গে সঙ্গে নজর কাড়ে একাধিক ব্যক্তিগত পারফরম্যান্সও। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এবারের আইপিএলের দলীয় ও ব্যক্তিগত পুরস্কার তালিকা:
চ্যাম্পিয়ন : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ₹২০ কোটি
রানার্স আপ : পাঞ্জাব কিংস – ₹১৩ কোটি
তৃতীয় স্থান : মুম্বাই ইন্ডিয়ান্স – ₹৭ কোটি
চতুর্থ স্থান : গুজরাট টাইটান্স – ₹৬ কোটি
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?
১৮ বারের অপেক্ষার অবসান, অবশেষে আইপিএলের মুকুট উঠল কোহলির মাথায়
ইলেক্ট্রিক স্ট্রাইকার অব দা ম্যাচ : জিতেশ শর্মা – ₹১ লাখ (১০ বলে ২৪, SR: ২৪০)
আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার : শশাঙ্ক সিং – ₹১ লাখ
সুপার সিক্সার অব দা ম্যাচ : শশাঙ্ক সিং – ₹১ লাখ (৬টি ছক্কা)
অন-দা-গো ফোরস : প্রিয়ানশ আরিয়া – ₹১ লাখ (৪টি চার)
গ্রিন ডট বলস : ক্রুনাল পান্ডিয়া – ₹১ লাখ (১২টি ডট বল)
প্লেয়ার অব দা ফাইনাল : ক্রুনাল পান্ডিয়া – ₹৫ লাখ (৪-০-১৭-২)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) : সাই সুদার্শান – ₹১০ লাখ (১৫ ইনিংসে ৭৫৯ রান)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট) : প্রাসিধ কৃষ্ণা – ₹১০ লাখ (১৫ ইনিংসে ২৫ উইকেট)
ইমার্জিং প্লেয়ার : সাই সুদার্শান – ₹১০ লাখ
সুপার স্ট্রাইকার : বৈভাব সুরিয়াভানশি – ₹১০ লাখ (২৫২ রান, SR: ২০৬.৫৫)
ফ্যান্টাসি কিং : সাই সুদার্শান – ₹১০ লাখ (১৪৯৫ পয়েন্ট)
অন-দা-গো ফোরস অব দা সিজন : সাই সুদার্শান – ₹১০ লাখ (৮৮টি চার)
সুপার সিক্সার অব দা সিজন : নিকোলাস পুরান – ₹১০ লাখ (৪০টি ছক্কা)
গ্রিন ডট বলস অব দা সিজন : মোহাম্মদ সিরাজ – ₹১০ লাখ (১৪৪টি ডট বল)
ক্যাচ অব দা সিজন : কামিন্দু মেন্ডিস – ₹১০ লাখ (ডেওয়াল্ড ব্রেভিসের ক্যাচ, চেন্নাইয়ের বিপক্ষে)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : চেন্নাই সুপার কিংস – ₹১০ লাখ
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) : সুর্যকুমার যাদব – ₹১০ লাখ (৭১৭ রান)
বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অব দা সিজন : অরুন জেটলি স্টেডিয়াম (দিল্লি) – ₹৫০ লাখ
আরও পড়ুন :
পেনাল্টির নিয়মে বড় বদল, যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রযোজ্য হবে নতুন আইন
২৫ বছর পর পর্দায় ফিরছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ – তুলসী ও মিহির জাদু আবার স্টার প্লাসে