kamindu mendis
শান্তিপ্রিয় রায় চৌধুরী : আইপিএলে যে মধু আছে যারা খেলেন তারা তো জানেনই,আর যারা খেলেন না তারাও জানেন। কারণ এখানে যে আছে টাকার ছড়াছড়ি। তাই তো বিশ্বের অনেক ক্রিকেটারই বিশ্বকাপের চেয়েও আইপিএলকে বড় করে দেখেন। সেরকমই একজন ক্রিকেটার শ্রীলঙ্কার তরুণ স্পিন অল-রাউন্ডার কামিন্দু মেন্ডিস (kamindu mendis)। যিনি আইপিএল খেলার জন্য বিদেশে নববধুর সঙ্গে মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করে গতকাল ইডেনে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে কেকেআরের বিরুদ্ধে দুই হাতে বোলিং করে ৭৫ লাখ টাকার কামিন্দু মেন্ডিস (kamindu mendis) সকলকে তাক লাগিয়ে দিলেন।
কলকাতার ইনিংসে ১৩তম ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিটি করেছেন বাম হাতে এবং বাকি তিনটি ডেলিভারি ডান হাতে। স্বীকৃত ক্রিকেটে এর আগে দুই হাতে বোলিং করেছেন হাশান তিলকরত্নে আর হানিফ মোহাম্মদ।
এ বারের আইপিএল (IPL 2025) অন্য আইপিএল গুলোর থেকে আলাদা,কার্যকরী হচ্ছে বেশ কয়েকটা নতুন নিয়ম
উল্লেখ্য, আইপিএলে আসার আগে দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করেছেন কামিন্দু (kamindu mendis)। পরিকল্পনা ছিল দেশের বাইরে মধুচন্দ্রিমা উদযাপন করবেন। কিন্তু আইপিএলের জন্য শ্রীলঙ্কার পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের শহর হাপুতালেতে সংক্ষিপ্ত আকারেই মধুচন্দ্রিমা সেরেছেন। তাদের বিয়ের পরিকল্পনাকারী পাতুম গুনাবর্ধনা বলেছেন, ‘হাপুতালেতে দুজন সংক্ষিপ্ত মধুচন্দ্রিমা সেরে নিয়েছেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে যেতে পারেনি কামিন্দু (kamindu mendis)।’
আরও পড়ুন :
ক্রিকেটে অদ্ভুত ঘটনা! এক বলে ২৮৬ রান!
পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS