New Captains IPL 2025
ক্লাউড টিভি ডেস্ক : সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ ১৮তম আইপিএল মাঠে গড়ানোর অপেক্ষায়। ২২ মার্চ থেকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। তার আগে কিছু বিষয় তো জেনে রাখতেই হয়। আর তা হল এবার ১০ দলের নেতৃত্বে থাকছেন কারা (New Captains IPL 2025)?
গত মরসুমে চেন্নাই সুপার কিংসকে রুতুরাজ গাইকওয়াদ, রাজস্থান রয়্যালসকে সাঞ্জু স্যামসন, সানরাইজার্স হায়দরাবাদকে প্যাট কামিন্স, মুম্বাই ইন্ডিয়ান্সকে হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটান্সকে শুভমান গিল নেতৃত্ব দিয়েছিলেন (New Captains IPL 2025)। এই পাঁচ দল এবার অধিনায়ক বদল করেনি, পুরনোদেরই দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। বাকি পাঁচটি দলে পরিবর্তন এসেছে।
IPLকে চ্যালেঞ্জ জানিয়ে সৌদি আনছে ৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ
IPL 2025 : রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা!
কলকাতা নাইট রাইডার্স গত মরসুমের ট্রফিজয়ী দল। তৃতীয় শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু এবারের নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেনি তাকে এমনকি কেনেনি ড্রাফট থেকেও। ফলে কলকাতার বদল অবশ্যম্ভাবী হয়ে পড়ে। গুঞ্জন ছিল দলের সবচেয়ে দামি ভেঙ্কাটেশ আইয়ারকেই দেওয়া হবে গুরুভার। কিন্তু কলকাতা সে পথে হাঁটেনি, অভিজ্ঞতায় গুরুত্ব দিয়ে আজিঙ্কা রাহানে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি (New Captains IPL 2025)।
কলকাতা থেকে শ্রেয়াস এবার গেছেন পাঞ্জাব কিংসে। পাঞ্জাব নিলাম থেকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে তাকে কিনে আর্মব্যান্ডও তার হাতে তুলে দিয়েছে প্রীতি জিনতার দল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত মরসুমের অধিনায়ক ফাফ ডু প্লেসি দল বদল করে এবার গেছেন দিল্লি ক্যাপিটালসে। দিল্লিতে নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের অধীনে খেলবেন তিনি। ডু প্লেসি চলে গেলেও বিরাট কোহলিকে দায়িত্ব দেয়নি বেঙ্গালুরু, তারা অধিনায়ক করেছে রজত পতিদারকে।
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার রিশভ পন্ত। লখনৌ সুপার জায়ান্টস এবারের নিলামে ২৭ কোটি টাকা দিয়ে তাকে কিনেছে। এই পন্তই এবার মরসুমে লখনৌকে নেতৃত্ব দেবেন।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS