Breaking News

IPL 2025 Match Fixing

IPL Match Fixing : আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ, আলোচনা তুঙ্গে

সন্দেহের তীর লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের ম্যাচের দিকে

IPL 2025 Match Fixing: What You Need to Know %%page%% %%sep%% %%sitename%%

IPL 2025 Match Fixing

ক্লাউড টিভি ডেস্ক : আইপিএলে আবারও ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তোলপাড়। সন্দেহের তীর লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের ম্যাচের দিকে। স্পট ফিক্সিংয়ের গুরুতর এই অভিযোগ তুলেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির আহ্বায়ক ও ভারতীয় রাজনীতিবিদ জয়দীপ বিহানি।

অর্থ-বিত্ত, বিনোদন, অডিয়েন্স এংগেজমেন্ট, চাকচিক্য, অনেক ইতিবাচক দিকই রয়েছে আইপিএলে। তবে, আলোর নিচে রয়েছে আঁধারও। ক্রিকেটকে কলুষিত করতে এই ফ্র্যাঞ্চাইজি আসরগুলোকে সবচেয়ে বেশি টার্গেট করেন অসাধু ব্যক্তিরা। আর সেখানে সবচেয়ে জৌলুশপূর্ণ হাজার কোটি টাকার আইপিএল জুয়াড়িদের কাছে হটকেক।

IPL 2025 : আইপিএলে ফিক্সিং, ক্রিকেটারদের সতর্কবার্তা

IPL controversy : ভদ্রলোকের খেলায় বিতর্কিত যত ঘটনা

যদিও আইপিএলের ফিক্সিংয়ের খবর খুব একটা প্রকাশ পায় না। তবে ঠিকই থাকে সন্দেহ জাগানিয়া কর্মকাণ্ড। এবার সন্দেহের তীর রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচের দিকে (IPL 2025 Match Fixing)। গেল ১৯ এপ্রিল জয়পুরে লখনৌয়ের দেয়া ১৮১ রানের টার্গেটে বেশ স্বাচ্ছন্দেই খেলছিল রাজস্থান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। হাতে ছিলো ৬ উইকেট। মডার্ন ক্রিকেটে যা মামুলি।

তবে, আবেশ খানের ওই ওভার থেকে মাত্র ৬ রান নিতে সক্ষম হয় রয়্যালস। বাউন্ডারি তো দূরে থাক, ২ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিমরন হেটমায়ার। এরপর ধ্রুব জুরেল আর শুভাম দুবেরাও পারেননি দলকে জেতাতে। লখনৌয়ের কাছে রাজস্থান হেরে যায় ২ রানে। অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়ে হিরো বনে যান আবেশ। তবে, ম্যাচসেরার পুরস্কার জিতে স্বস্তিতে থাকতে পারছেন না সুপার জায়ান্টস পেসার। ঐ ম্যাচ বিশেষ করে লাস্ট ওভার নিয়ে সন্দেহের শেষ নেই। উঠেছে ফিক্সিংয়ের (IPL 2025 Match Fixing) অভিযোগ।

জয়দীপ বিহানির দাবি, ওই ম্যাচের শেষ ওভার দেখলে নাকি একজন শিশুরও বোঝার কথা ফিক্সিং (IPL 2025 Match Fixing) হয়েছে। শ্রী গঙ্গানগরের এমএলএর এমন বক্তব্য নিয়ে গণমাধ্যমে তোলপাড়। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে রাজস্থান রয়্যালস। ক্লাব কর্তৃপক্ষের দাবি, অভিযোগ ভিত্তিহীন এবং অবাঞ্ছিত বিতর্ক তৈরির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা বলে থাকতে পারেন বিহানি। রাজস্থান রয়্যালস এমনকি বিসিসিআইয়ের জন্যও এটা মানহানিকর। এখন দেখার বিষয়, গুরুতর এ অভিযোগ খতিয়ে দেখতে কী পদক্ষেপ নেয় রজার বিনির বোর্ড বিসিসিআই।

#IPL #IPL2025 #MatchfixingRow #RR #LSG

আরও পড়ুন :

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চলছেই, হামলায় নিহত হলেন সদ্য বিবাহিত নৌ অফিসার!

পেহেলগাঁও কাণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন ভারতীয় ক্রিকেটাররা

ad

আরও পড়ুন: