RCBArrest
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : আরসিবির আইপিএল শিরোপা জয় ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু সেই উদযাপন মুহূর্তেই ঘটলো ভয়াবহ বিপর্যয়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি উদযাপনের সময় জনজট এবং চরম বিশৃঙ্খলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমে আজ শনিবার আরসিবির হেড অব মার্কেটিং অ্যান্ড রেভিনিউ নিখিল সোসালে-কে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার (RCBArrest) করেছে পুলিশ।
✔️ নিখিল সোসালে (আরসিবি – হেড অব মার্কেটিং অ্যান্ড রেভিনিউ)
✔️ কিরণ কুমার (ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক – সিনিয়র ইভেন্ট ম্যানেজার)
✔️ সুনীল ম্যাথিউ (ডিএনএ – ভাইস প্রেসিডেন্ট, বিজনেস অ্যাফেয়ার্স)
এই তিনজনকে প্রাথমিকভাবে ‘গাফিলতি ও জননিরাপত্তা ব্যবস্থা না রাখার’ অভিযোগে গ্রেপ্তার (RCBArrest) করা হয়েছে।
অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’: বাম আমলের শিক্ষা দুর্নীতি আর মনীষা অন্তর্ধান এবার রূপালি পর্দায়
ভারতীয় ক্রিকেটারদের প্রতি কঠোর হলো বিসিসিআই, মানতে হবে দশটি নির্দেশ
ঘটনার পরপরই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কড়া ভাষায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট, ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন– এই তিন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দায়ী করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দ সহ একাধিক উচ্চপদস্থ ও নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।
পুরো ঘটনার তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল ডি’কুনহা। তাঁকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
“মন্ত্রীসভা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই হৃদয়বিদারক ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তে কোনো আপস চলবে না।”
আরও পড়ুন :
পতৌদি নয়, এবার থেকে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি! ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের নতুন নাম ঘোষণা
চিন্নাস্বামীতে পদপিষ্ট হয়ে আহত বহু, আল্লু অর্জুন এর মত বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ