IPL 2025 opening ceremony
ক্লাউড টিভি ডেস্ক : মাঝে আর কয়েকটা দিন।২২ মার্চ ইডেনে উদ্বোধন আইপিএলের। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর । এই উদ্বোধনী ম্যাচের আগে হবে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান(IPL 2025 opening ceremony)।
মুম্বই সূত্রের যা খবর, বলিউডের জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর এবং দিশা পাটানি এই অনুষ্ঠানে আসছেন দর্শকদের
মাতাতে। এছাড়াও থাকবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এবং র্যাপার করণ আউজলা। এরা দুজনে তাদের বিখ্যাত গানগুলো গেয়ে অনুষ্ঠানে এক অতিরিক্ত মাত্রা যোগ করবেন।
অনুষ্ঠানের নাইট কর্ণধার শাহরুখ খান, জুহি চাওলাদেরও হাজির থাকার কথা রয়েছে (IPL 2025 opening ceremony)। তাছাড়া প্রতিবছর যেমনটি হয় তাঁদের সঙ্গী হতে পারেন বলিউড ও টলিউডের অনেক তারকাই।
IPL 2025: বোলিং লাইনআপে ভর করেই KKR Hai Taiyaar?
IPL 2025 : একই ঘোড়ারোগ নিয়ে KKR এর বিরুদ্ধে নামছে RCB
এই অনুষ্ঠান উপলক্ষে ইডেন সেজে উঠবে ঝলমলে আলোয়। সেই সঙ্গে গ্ল্যামার এবং অসাধারণ উত্তেজনার মিশেলে সেদিন ইডেন কাঁপবে এটা বলাই যায়।
তবে সেই উন্মাদনা পন্ড করে দিতে পারে প্রকৃতি। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2025 opening ceremony) ও ম্যাচ ভেস্তে দিতে পারে বৃষ্টি! আবহাওয়ার পূর্বাভাস খুব একটা স্বস্তি দিচ্ছে না।
তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম বঙ্গের ছটি জেলায়। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস। তবে বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS