Breaking News

Bowling Bradman

“বোলিংয়ের ব্র্যাডম্যান”: বুমরাহর পারফরম্যান্সে মুগ্ধ গিলক্রিস্ট

আইসিসি ও উইজডেনের বর্ষসেরা, এবার কিংবদন্তির স্বীকৃতি পেলেন বুমরাহ

Bowling Bradman: A Tribute to Cricket's Legends %%page%% %%sep%% %%sitename%%

Bowling Bradman

শান্তিপ্রিয় রায়চৌধুরী: ইয়র্কার, বাউন্সার আবার কখনো স্লোয়ার—এই সব কিছু নিয়ে যশপ্রীত বুমরাহ ভয়ঙ্কর। তার বোলিং সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। যত দিন যাচ্ছে বুমরা নিজেকে আরও শাণিত করে চলছেন। গত বছর ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। সর্বশেষ বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও তিনিই হয়েছেন সিরিজ সেরা। বছরজুড়ে সাফল্যের পুরস্কারও পেয়েছেন তিনি। জিতেছেন ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা পুরস্কার। ‘ক্রিকেটের বাইবেল’ উইজডেনও তাঁকে দিয়েছে বর্ষসেরার স্বীকৃতি।

মাঝে পুরোনো চোট মাথাচাড়া দিয়ে ওঠার জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে। মিস করেছেন আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচও। আবার কিছু দিন আগে আইপিএলে ফিরতেই আবারও ব্যাটসম্যানদের কাছে ভয়ের কারন হয়ে উঠেছেন বুমরাহ। তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানসও যেন স্বস্তির নিশ্বাস
ফেলেছে। আইপিএলে মুম্বাইকে পয়েন্ট টেবিলের তলানি থেকে একেবারে শীর্ষ- এ তুলে দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ানসের এই দিশাহীন সময়েও বুমরাহর ধারাবাহিক বোলিংয়ে যেন স্বস্তি পেয়েছে দলটি। ম্যাচের পর ম্যাচ তাঁর ইয়র্কারে ছিন্নভিন্ন হচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। আর সেই কারণেই ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বুমরাহ এখন শুধু ভারতীয় ক্রিকেটের সম্পদ নয়, তিনি বিশ্বক্রিকেটের রত্ন।ম্যাচের পর ম্যাচ বুমরার এই দুরন্ত পারফরম্যান্স দেখে তাঁকে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন অ্যাডাম গিলক্রিস্ট।অস্ট্রেলিয়ান কিংবদন্তি গিলক্রিস্টের চোখে বুমরা যেন বোলিংয়ের ব্র্যাডম্যান।

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো বোলার ক্রিকেট দৃশ্য দেখেনি অনেকদিন

ক্রিকবাজকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন, ‘আমার মনে হয় বুমরাই সর্বকালের সেরা বোলার, সেরা ফাস্ট বোলার। যখন আপনি পরিসংখ্যানে তাকিয়ে দেখবেন কোন কোন পরিস্থিতিতে সে তার বোলিং দক্ষতা দেখিয়ে চলেছে, তখন তাকে ব্র্যাডম্যানের মতোই মনে হবে। ব্র্যাডম্যান অন্যদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন, একইভাবে বুমরাও বাকিদের চেয়ে অনেক এগিয়ে। আলাদা কন্ডিশনে ও আলাদা পিচে সে যেভাবে বোলিং করে, তাতে বোঝা যায় আমরা সত্যিই এক বড় মাপের খেলোয়াড়কে দেখছি।’

গিলক্রিস্ট বলেন, “আলাদা পিচ, আলাদা কন্ডিশন—যেখানে যেভাবেই বল করতে হোক না কেন, বুমরাহ সেখানে নিজের স্টাইলটা ধরে রাখতে জানে। এই মানসিক শক্তি আর স্কিল খুব কম বোলারেরই থাকে। আমরা সত্যিই এক যুগসন্ধিক্ষণের বোলারকে দেখছি।”

এই তুলনাটা নিছক প্রশংসার জন্যই নয়। ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪—অন্যদের চেয়ে বহুগুণে এগিয়ে ছিলেন তিনি। গিলক্রিস্টের মতে, বুমরাহও ঠিক তেমনই, আধুনিক ক্রিকেটে বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে সক্ষম।

২০২৫ সালের এই সময়ে দাঁড়িয়ে বুমরাহর ক্যারিয়ার শুধু এক নতুন উচ্চতায় পৌঁছেছে তা নয়, তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা। তরুণ বোলারদের কাছে তিনি এখন ‘মাস্টারক্লাস’।

#JaspritBumrah #BoomBoomBumrah #GillchristOnBumrah #BowlingBradman #MI2025 #T20WorldCupChampion #WisdenCricketerOfTheYear #ICCAwards2024

আরও পড়ুন :

বিজয় মাল্যর শ’ ওয়ালেস জয়: এক ব্যক্তিগত ও কর্পোরেট যুদ্ধের কাহিনি
সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: বিশ্বচলচ্চিত্রে এক চিরকালীন কিংবদন্তি

ad

আরও পড়ুন: