Breaking News

জো রুট সেঞ্চুরি অ্যাশেজ

“আমি এমসিজির চারপাশে নগ্ন হয়ে হাঁটব, যদি এই গ্রীষ্মে রুট সেঞ্চুরি না করে।”

অ্যাশেজে রুট সেঞ্চুরি না করলে নগ্ন হয়ে এমসিজি হাঁটবেন ম্যাথু হেইডেন। ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্যকর বাজি।

অ্যাশেজে রুট সেঞ্চুরি না করলে নগ্ন হবেন হেইডেন!

জো রুট সেঞ্চুরি অ্যাশেজ

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ায় বাজি নতুন কিছু নয়। তবে প্রাক্তন অজি ব্যাটার ম্যাথু হেইডেন এবার একেবারেই অন্যধরনের বাজি ধরলেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও আধুনিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার জো রুট এবারের অ্যাশেজে শতক হাঁকাতে না পারলে তিনি নাকি নগ্ন হয়ে হাঁটবেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এমন অদ্ভুত মন্তব্যে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে ক্রিকেট মহলে।

রুটের টেস্ট ক্যারিয়ার অসাধারণ। সাদা পোশাকে তিনি এখন পর্যন্ত ৩৯টি শতক হাঁকিয়েছেন। টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি সংখ্যা। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে এখনো একটি শতকও পাননি এই ইংলিশ তারকা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সংস্করণেই শতক করার রেকর্ড নেই তার।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জো বার্নসের হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইতালি

জো রুট রাহুল দ্রাবিড এবং রিকি পন্টিংকে ছাপিয়ে—সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক

অবশ্য হেইডেন বিশ্বাস করেন, এবারের অ্যাশেজে ডেডলক ভাঙবেন রুট। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রুট ব্যাট হাতে রান করবেই বলে আত্মবিশ্বাসী তিনি। তবে যদি রুট ব্যর্থ হন, তবে নিজের কথামতো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নগ্ন হয়ে হাঁটবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অজি কিংবদন্তি।

সম্প্রতি ইউটিউবের এক ক্রিকেট শো–তে হেইডেন মন্তব্য করেন, “আমি এমসিজির চারপাশে নগ্ন হয়ে হাঁটব, যদি এই গ্রীষ্মে রুট সেঞ্চুরি না করে।” তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেইডেনের মেয়ে গ্রেস। স্পোর্টস প্রেজেন্টার গ্রেস ইনস্টাগ্রামে রুটকে ট্যাগ করে লিখেছেন, “প্লিজ জো রুট, একটা সেঞ্চুরি করো।” বাবার সম্মান রক্ষার জন্য তিনি ইংলিশ ব্যাটারের কাছে আর্জিও জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে রুটের পরিসংখ্যান অবশ্য হতাশাজনক নয়। মোট ১৪ টেস্টে ৩৫.৬৮ গড়ে ৮৯২ রান করেছেন তিনি। এর মধ্যে ৯টি ফিফটির ইনিংস আছে। কিন্তু একটিও সেঞ্চুরি রূপ নিতে পারেনি। ওয়ানডে এবং টি–টোয়েন্টি মিলিয়েও শতরান পাননি তিনি। ওয়ানডেতে চার ফিফটি থাকলেও সর্বোচ্চ সংগ্রহ ৯১ রান।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট পরিসংখ্যান একেবারেই ভিন্ন। প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ টেস্টে ৪০.৪৬ গড়ে করেছেন ২৪২৮ রান। এর মধ্যে রয়েছে ১৮টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি। অর্থাৎ প্রতিপক্ষের বোলারদের তিনি সামলাতে জানেন, কিন্তু অজিদের মাটিতে শতকের স্বাদ এখনো অম্লান।

সবাই এখন তাকিয়ে আছে আসন্ন অ্যাশেজে রুট কী করেন। শতকের খরা কাটিয়ে হেইডেনকে লজ্জার হাত থেকে রক্ষা করতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আর যদি না পারেন, তবে ক্রিকেট দুনিয়া হয়তো সত্যিই দেখতে পাবে হেইডেনের অঙ্গীকারের বাস্তবায়ন।

আরও পড়ুন :

২০২৬ বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম জানুন

প্লেকম ২০২৫-এ ভারতীয় খেলাধুলায় সাংস্কৃতিক পরিবর্তনের আহ্বান জানিয়ে তৃণমূল পর্যায়ে বিপ্লবের আহ্বান জানিয়েছেন আইওএ সভাপতি পিটি ঊষা

ad

আরও পড়ুন: