KuldeepYadav
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের আবহাওয়া ও পিচ মানেই সাধারণত পেসারদের স্বর্গ। তবে ২০২৫ সালের ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব (KuldeepYadav) জানিয়েছেন, এবার ছবিটা একটু আলাদা। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তার কাঁধে বড় দায়িত্ব। আর সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই চায়নাম্যান বোলার।
২০ জুন থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ভারত ইতিমধ্যেই ইংল্যান্ডে প্রস্তুতি শুরু করেছে। অ্যাশেজের ছায়া কাটিয়ে এবার ভারতীয় দল ইতিহাস গড়ার লক্ষ্যে নেমেছে। কারণ, শেষবার ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
ভারত-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট সিরিজের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব: ঘোষণা হল সময়সূচী
পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর
টেস্ট ক্রিকেট থেকে অশ্বিনের অবসর ভারতীয় দলে স্পিন বিভাগে বড় ফাঁকা তৈরি করেছে। ফলে এখন জাদেজা ও কুলদীপকেই সেই ঘাটতি পূরণ করতে হবে। জাদেজা ইংল্যান্ডে ১২টি টেস্ট খেলেছেন, কিন্তু কুলদীপের অভিজ্ঞতা একেবারেই সীমিত—মাত্র এক টেস্টে ৯ ওভার বল করা।
“রবি ভাইয়ের (অশ্বিন) অভিজ্ঞতা সত্যিই আমাদের অনেক সাহায্য করত। তবে এখন আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে,” বললেন কুলদীপ।
ইংল্যান্ডের আবহাওয়া ও উইকেট সাধারণত স্পিনারদের সহায়ক নয়। তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা বলেই মনে করছেন কুলদীপ যাদব।
তিনি বলেন—
“স্পিনারদের জন্য উইকেট ভালো দেখাচ্ছে। ব্যাটিংয়ের জন্য উইকেটও ভালো। প্রথম দিন কিছুটা আর্দ্রতা ছিল, ফলে পেসাররা সাহায্য পেয়েছিল, তবে খেলা যত এগিয়েছে, স্পিনাররা ততই খেলায় এসেছে। আশা করছি, সিরিজে অন্তত ৫টি ম্যাচে স্পিনাররা সহায়তা পাবে।”
তাঁর মতে, বার্মিংহাম, লর্ডস এবং ওভাল—এই তিনটি মাঠে টার্ন পাওয়া যাবে এবং তিনি সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন।
২০০৭ সালের পর আর কখনও ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। বারবার ইংল্যান্ডের আবহাওয়া ও ব্যাটিং কন্ডিশনে হোঁচট খেয়েছে ভারতীয় ব্যাটিং ও স্পিন আক্রমণ।
এবার শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দলকে নিয়ে বিশেষজ্ঞরা অনেক বেশি আশাবাদী, কারণ দলের পেস ইউনিটের পাশাপাশি স্পিন বিভাগেও কুলদীপের মতো একজন ঘূর্ণি বোলার আছেন, যিনি ম্যাচ ঘোরাতে পারেন।
আরও পড়ুন :
মিডফিল্ডার জোথানপুইয়াকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করল মুম্বাই সিটি এফসি
সেন্ট জেভিয়ার্স স্কুল ইউরোপের মাঠে, খেলবে রিয়াল–জুভেন্টাসদের সঙ্গে!