Breaking News

Mandira Bedi

ভারতীয় ক্রিকেটের ধারাভাষ্যকার, সঞ্চালক,অভিনেত্রী ‘বনলতা সেন’, সেই মন্দিরা এখন কোথায়?

১৫ এপ্রিল এই তারকার জন্মদিন ছিল। এই দিনে তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে তার সম্বন্ধে কিছু জানা–অজানা তথ্য জানা গেছে

Mandira Bedi: The Voice of Women's Sports %%page%% %%sep%% %%sitename%%

Mandira Bedi

শান্তিপ্রিয় রায়চৌধুরী: একটা সময় বাইশ গজের খেলার সঞ্চালনায় এবং ধারাভাষ্য-এ যে মহিলার কণ্ঠস্বর সকলের কাছেই খুব পরিচিত ছিল সেই মন্দিরা বেদি (Mandira Bedi) এখন কোথায়। তাকে তো এখন ২২ গজে আর খুজেই পাওয়া যায়না। শুধু ক্রিকেট নয়, খেলার মাঠের বাইরেও মন্দিরার বিচরণ ছিল বিভিন্ন ক্ষেত্রে।

১৫ এপ্রিল এই তারকার জন্মদিন ছিল। এই দিনে তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে তার সম্বন্ধে কিছু জানা–অজানা তথ্য জানা গেছে।

**বাইশ গজের খেলার সঞ্চালনায় মহিলা কণ্ঠের প্রসঙ্গ উঠলে প্রথমেই উঠে আসতো মন্দিরা বেদির নাম। আইপিএল হোক, ঘরোয়া টুর্নামেন্ট হোক বা বিশ্বকাপের মঞ্চেই হোক তিনি নজর কেড়েছেন।

**সঞ্চালনা এবং ধারাভাষ্যে তাঁর প্রতিভা প্রশংসা কুড়িয়েছে। ফুটবল, কাবাডি খেলার সঞ্চালক হিসাবেও দেখা গেছে তাঁকে।

**সব ছাপিয়ে ভারতীয় ক্রিকেটের দাপুটে ধারাভাষ্যকার হিসেবেই মন্দিরাকে চেনে ক্রিকেট–বিশ্ব। ২০০৩ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় মন্দিরার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।

**মন্দিরাকে বলা হতো ভারতীয় ক্রিকেটের ‘বনলতা সেন’। অনেকের মতে, শুরু থেকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় মহিলা ধারাভাষ্যকার তিনিই।

**শুধু খেলার মাঠেই নয়, মাঠের বাইরেও মন্দিরার বিচরণ ছিল অভিনয়, ফ্যাশন ডিজাইন কিংবা সমাজসেবা এবং নারীকল্যাণমূলক কার্যকলাপেও। বিশেষত নারীবাদী হিসেবে বিভিন্ন মহলে মন্দিরার পরিচিতি রয়েছে। বড় পর্দাতেও দেখা গেছে মন্দিরাকে।

Adopted Daughter জন্মের পরিচয় খুঁজে দেখেন—ফেসবুক ফ্রেন্ডলিস্টেই ছিলেন বাবা

IPL 2025: আইপিএলে নতুন প্রযুক্তি, এলো কুকুরের মত একটি রোবোটিক ক্যামেরা!

১৯২১ সালের ৩০ জুন স্বামীর হঠাৎ মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন মন্দিরা (Mandira Bedi)। সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি।

  • **এরপর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে খেলার মাঠ থেকে কিছুদিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন মন্দিরা। মাইক হাতে ক্রিকেটারদের সঙ্গে হাসিঠাট্টা, খুনসুটিতে তাঁকে দেখা যাচ্ছিল না।
  • **মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত স্বামীকে নিয়ে পোস্ট দিতেন। রাজের মৃত্যুশোকে যে তিনি নিমজ্জিত, তাঁর পোস্টগুলো সে কথাই মনে করিয়ে দিত।
  • **পিতৃতন্ত্রের বিরুদ্ধে, নারী উন্নয়নের পক্ষে বারবার সরব হয়েছেন মন্দিরা। স্তন ক্যানসার কিংবা এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচিতে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখা গেছে তাঁকে। তবে মন্দিরা নিজে দত্তক নিয়েছেন এক শিশুকন্যাকে।
  • **১৯৯৫ সালে শাহরুখ খানের ‘দিলওয়ারের দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে একটি চরিত্রে কাজ করেছিলেন তিনি। তারপর হিন্দি ও তামিল ভাষার একাধিক ছবিতে তাঁকে দেখা গেছে।
  • **বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন মন্দিরা। ‘কিঁউ কি সাস ভি কাভি বহু থি’, ‘মহাভারত’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তা ছাড়া ‘ফেম গুরুকুল’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ প্রভৃতি টেলিভিশন শোতে সঞ্চালনা করেছেন তিনি।
  • **সামাজিক যোগাযোগমাধ্যমে চার বছরের তাঁর দত্তক শিশুকে ‘রাস্তার মেয়ে’ বলে অনেকে কটাক্ষ করেছিলেন। ফেসবুক, এক্সে হতাশা প্রকাশ করে সে কথা জানিয়েছেন মন্দিরা নিজেই। তিনি জানান, তাঁর দত্তক কন্যাকে কটাক্ষ করে কেউ কেউ লিখেছিলেন, ‘কোন বস্তি থেকে একে তুলে এনেছেন?’
  • **বর্তমানে পুত্র বীর এবং দত্তক কন্যা তারাকে নিয়ে মন্দিরার সংসার। স্বামী হারানোর শোক কাটিয়ে ধীরে ধীরে ফিরেছেন নিজের চেনা জগতে। হয়তো খুব শিগগিরই আমরা মন্দিরাকে চেনা মনচে দেখতে পাবো।

#Mandira Bedi #Actress #IndianCricket #Commentary

আরও পড়ুন :

Vinod Kambli : মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাভাস্কার

IPL 2025 : আইপিএলে ফিক্সিং, ক্রিকেটারদের সতর্কবার্তা

ad

আরও পড়ুন: