MCC Loss Test Championship 2025
ক্লাউড টিভি ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুবার ফাইনালে উঠেছিল ভারত। এবার আর শিরোপার দৌড়ে নেই রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। ম্যাচটি হবে ক্রিকেটের জন্মভূমি লর্ডস স্টেডিয়ামে। আর এবার ভারত ফাইনালে না থাকার জন্য ক্ষতির মুখে এমসিসি (MCC Loss Test Championship)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে ছিল দারুণ আগ্রহ।দুইবারই কাণায় কাণায় ভর্তি ছিল লর্ডস স্টেডিয়াম। আর দর্শকদের আগ্রহ এবার অনেক কম। দর্শকদের মধ্যে টিকিটের সে রকম চাহিদা নেই। আয়োজকদের ধারণা, ভারত ফাইনালে না থাকায় এমন পরিস্থিতি হয়েছে।
IPL controversy : ভদ্রলোকের খেলায় বিতর্কিত যত ঘটনা
ধনশ্রী ভার্মা ও ইউজভেন্দ্র চাহালের সম্পর্কের নতুন মোড়, ইনস্টাগ্রামে পুরনো ছবি ফিরিয়ে আনলেন ধনশ্রী
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন মতে, ফাইনালে ভারত না থাকার কারণে ৪ মিলিয়ন পাউন্ড কম উপার্জন হবে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দর্শকদের আগ্রহ ফেরাতে টিকিটের দাম কমানোর কথাও নাকি ভাবছে এমসিসি (MCC Loss Test Championship)।
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,টিকিটের দাম কমিয়ে হলেও ফাইনালে গ্যালারি ভর্তি রাখার কথা ভাবছে এমসিসি। সেক্ষেত্রে টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০ পাউন্ড থেকে ৯০ পাউন্ডের মধ্যে, যা আগের দামের তুলনায় প্রায় ৫০ পাউন্ড কম। তবে এমসিসির যেসব সদস্য উচ্চমূল্যে টিকিট কিনেছিলেন, তাদের জন্য অন্য এক সিদ্ধান্ত নিয়েছে এমসিসি (MCC Loss Test Championship)।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS