Mike Hesson
শান্তি প্রিয় রায়চৌধুরী: পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) যেন কোচ বদলের মিউজিক্যাল চেয়ারের আয়োজন করে বসে আছে। কেউ বসছে, কেউ উঠছে – আর এই যাওয়া-আসার খেলা চলছে অবিরাম। গত দু’বছরে পাঁচ জন কোচের পর এবার ষষ্ঠ কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মাইক হেসন (Mike Hesson)। সাদা বল ক্রিকেটের জন্য পাকিস্তান দলের নতুন প্রধান কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক সফল কোচ।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। তিনি বলেন,
“আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মাইক হেসন (Mike Hesson) পাকিস্তান দলের নতুন প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন।”
হেসনের দায়িত্ব শুরু হবে ২৬ মে থেকে। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলের সঙ্গে কাজ করবেন তিনি।
নিউজিল্যান্ডের কোচ হিসেবে হেসন আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম। তার কোচিংয়ে নিউজিল্যান্ড ২০১৫ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল। কেন উইলিয়ামসনের নেতৃত্বে টেকসই ও পরিকল্পিত ক্রিকেট খেলার মডেল গড়ে তুলেছিলেন হেসন, যা পরবর্তীতে কিউইদের সফলতার ভিত্তি তৈরি করে দেয়।
বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগ (PSL)-এর শিরোপাধারী দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবেও যুক্ত রয়েছেন। সেই অভিজ্ঞতাই তাকে পাকিস্তান দলের কোচ হিসেবে নিয়োগের পথে নিয়ে এসেছে বলে মনে করছেন বোর্ড কর্তারা।
পাকিস্তানের ক্রিকেটে কোচ বদল যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত মোট পাঁচজন কোচের অধীনে খেলেছে দলটি, বিভিন্ন ফরম্যাটে।
প্রথমে ছিলেন মোহাম্মদ হাফিজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে।
এরপর এলেন আজহার মেহমুদ।
পরে টেস্ট ফরম্যাটের জন্য নিয়ে আসা হয় জেসন গিলেস্পিকে, এবং সাদা বল ক্রিকেটের জন্য আনা হয় গ্যারি কারস্টেনকে।
দু’জনের কাউকেই দীর্ঘমেয়াদে রাখতে পারেনি বোর্ড।
সবশেষে দায়িত্ব সামলাচ্ছিলেন আকিব জাভেদ, তিনিও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে।
এই পর্যায়ে এসে বোর্ড চায় একজন অভিজ্ঞ, স্থিতিশীল কোচিং ফিগার, আর সেখানেই মাইক হেসনের নাম উঠে আসে।
পিসিবি মনে করছে, সাদা বল ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক ব্যর্থতা কাটাতে এবং ২০২4 T20 বিশ্বকাপের জন্য দলের মধ্যে নতুন ধারাবাহিকতা ও পরিকল্পনা আনার জন্য হেসনই সঠিক ব্যক্তি।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে—হেসন আদৌ কতটা সময় পাবেন পরিকল্পনা বাস্তবায়নের জন্য? কারণ, পাকিস্তানের ইতিহাস বলছে, এখানে কোচিংয়ের আসন দীর্ঘস্থায়ী হয় না। বোর্ড ও নির্বাচকদের সঙ্গে মতবিরোধ, খেলোয়াড়দের অনুপযুক্ত আচরণ বা পারফরম্যান্সের ঘাটতিই প্রায়শই কোচ বদলের কারণ হয়ে দাঁড়ায়।
হেসনের সামনে তাই শুধু প্রতিপক্ষ নয়, নিজের দলের ভিতরে থেকেও যুদ্ধ করার চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
#PakistanCricket #MikeHesson #PCBCoachingSaga #CoachingCarousel #WhiteBallCoach #PakCricketDrama #HessonInPakistan #T20WorldCup2024
আরও পড়ুন :
আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন