MohammedShami HasinJahan
ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামিকে উদ্দেশ করে ফের বিস্ফোরক বার্তা দিলেন তার স্ত্রী ও মডেল-অভিনেত্রী হাসিন জাহান (MohammedShami HasinJahan)। শুক্রবার ইনস্টাগ্রামে শামিকে ট্যাগ করে এক আবেগঘন অথচ ক্ষোভে ভরা পোস্টে তিনি একদিকে যেমন ভালোবাসার কথা বলেন, অন্যদিকে তীব্র সমালোচনায়ও মুখর হন।
পোস্টের শুরুতেই হাসিন লেখেন, “ভীষণ ভালোবাসি জানু।”
তবে এই ভালোবাসার পরেই শুরু হয় এক দীর্ঘ ক্ষোভের পরত। তিনি শামিকে আক্রমণ করে লেখেন, “একজন লোভী, ছোটো মানসিকতার মানুষ”।
View this post on Instagram
এই মন্তব্যে ফের একবার প্রকাশ্যে এল শামি-হাসিন সম্পর্কের তিক্ততা। এক সময়ের সুখী দম্পতির এই বিরোধ এখন এক দশকের বেশি সময় ধরে চলেছে, যার নানান দিক আদালত পর্যন্ত গড়িয়েছে।
হাসিন জাহান তার পোস্টে লেখেন—
“যে মানুষটা বিকৃত মানসিকতার, যার মাথায় অপরাধ ঘোরে, যে নিজের স্ত্রী-সন্তানকেও সমস্যার দিকে ঠেলে দেয়, সে কখনও সঠিক পথে চলতে পারে না। যে কিছু ছিল না, হঠাৎ অনেক কিছু পেয়ে যায়, তার মধ্যে অহংকার ও ঔদ্ধত্য জন্ম নেয়।”
তিনি আরও বলেন, “শামি এখন সম্পূর্ণরূপে অহংকারে অন্ধ। যেদিন সেই অহংকার ভেঙে পড়বে, সেদিন স্ত্রী-সন্তানকে ও নিজের কৃতকর্মকে মনে পড়বে।”
হাসিনের অভিযোগ, শামি কখনও মেয়ের খোঁজ নেননি। তিনি বলেন, “শুধুমাত্র বিচারপতির ভয়ে একবার মেয়ের সঙ্গে দেখা করেছিল। সেটা আবেগ নয়, ছিল চাপের ফল।”
২০১৮ সালে যাদবপুর থানায় শামি এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, যৌন নির্যাতন, ও বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ আনেন হাসিন জাহান। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই।
গৌতম গম্ভীরের পর এবার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, ১ কোটি টাকা দাবি — তদন্তে সাইবার পুলিশ
২০২৩ সালে এক জেলা আদালত মোহম্মদ শামিকে নির্দেশ দেয়, তিনি যেন প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানকে ₹৫০,০০০ এবং কন্যাকে ₹৮০,০০০ ভরণপোষণ দেন।
এই রায়ের বিরুদ্ধে হাসিন জাহান হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জি মন্তব্য করেন—
“আমার মতে, স্ত্রীকে মাসে দেড় লাখ এবং কন্যাকে আড়াই লাখ টাকা দেওয়া ন্যায্য ও যুক্তিসংগত, যাতে তারা আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারেন।”
তিনি আরও বলেন, “যতদিন না মূল মামলা নিষ্পত্তি হচ্ছে, ততদিন এই অন্তর্বর্তী ভরণপোষণ চালু থাকবে। সন্তানের বিষয়ে স্বামী স্বেচ্ছায় অতিরিক্ত সহায়তা করতে পারেন।”
২০১৪ সালে শামি ও হাসিনের বিয়ে হয়। ২০১৫ সালে জন্ম নেয় তাদের কন্যা। তবে ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়। সেসময় সামাজিক মাধ্যমে ও সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের লম্বা তালিকা।
হাসিন জাহানের অভিযোগ ছিল, শামি একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত এবং শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করেছেন। এমনকি শামির পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন তিনি।
শামি সব অভিযোগ অস্বীকার করেছিলেন এবং পরে বিষয়টি আইনি পথে নিষ্পত্তির দিকে যায়।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হাসিন জাহান সামাজিক মাধ্যমে শামির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কখনও তাকে ‘বিকৃত মানসিকতার’ বলেছেন, কখনও ‘অবজ্ঞাকারী পিতা’। তবে এইবারের পোস্টে “ভালোবাসি” শব্দের সঙ্গে ‘ক্ষোভের সংমিশ্রণ’ নতুন মাত্রা এনে দিয়েছে।
সমালোচকদের মতে, এই পোস্ট মূলত আবেগ, ক্ষোভ ও হতাশার প্রকাশ; যেখানে একদিকে ভালোবাসার অতীত স্মৃতি জড়িয়ে আছে, অন্যদিকে আছে বর্তমানে চলমান দুঃখ ও অসন্তোষের বোঝা।
আরও পড়ুন :
অনন্য নজির গড়লেন দীপিকা পাড়ুকোন: হলিউড ওয়াক অব ফেম-এ প্রথম ভারতীয় অভিনেত্রী
এক ইনিংসেই শুভমান গিলের ৫ রেকর্ড: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন তরুণ অধিনায়ক