ICCHallOfFame
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১০ জুন ২০২৫ : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে সাতজন কিংবদন্তি ক্রিকেটারকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করল (MSDhoni ICCHallOfFame)। ক্রিকেট ইতিহাসে এই আয়োজনকে বলা হচ্ছে এক ‘মেগা ইনডাকশন’।
লন্ডনের ঐতিহাসিক অ্যাবি রোড স্টুডিওতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সাত ক্রিকেটারকে স্বীকৃতি দেওয়া হয়।
এবারের তালিকায় রয়েছেন—
মাহেন্দ্র সিং ধোনি (ভারত)
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
ড্যানিয়েল ভেটোরি (নিউজিল্যান্ড)
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
সারাহ টেইলর (ইংল্যান্ড)
সানা মির (পাকিস্তান)
এখন পর্যন্ত হল অব ফেম সদস্য সংখ্যা দাঁড়াল ১২২ জনে।
ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছিলেন এই মেগা তালিকার সবচেয়ে আলোচিত নাম। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন মানদণ্ড স্থাপন করেছিলেন। তাঁর শান্ত নেতৃত্ব, চূড়ান্ত চাপের মুহূর্তে ঠান্ডা মাথার ডিসিশন ও ‘হেলিকপ্টার শট’ তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে বহু আগেই।
বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই
আইসিসি জানিয়েছে, এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এই বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রিকেট ইতিহাসের সাতজন অসামান্য কৃতীকে সম্মান জানানো হলো।
ম্যাথু হেইডেন ও গ্রায়েম স্মিথ—দুই ওপেনারের মধ্যকার দ্বৈরথ ছিল একসময় ক্রিকেটপ্রেমীদের পছন্দের বিষয়।
ভেটোরি, নিউজিল্যান্ডের অন্যতম সফল স্পিনার, যিনি ব্যাট-বল দুই হাতেই দ্যুতি ছড়িয়েছেন।
হাশিম আমলা—শান্ত অথচ নিঃশব্দে ম্যাচ জেতানো এক ব্যাটসম্যান।
নারী ক্রিকেট থেকে জায়গা পেয়েছেন সারাহ টেইলর ও সানা মির।
ইংল্যান্ডের টেইলর ছিলেন বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার, তাঁর ক্ষিপ্রতা ও স্ট্যাম্পিং দক্ষতা নজর কাড়ত।
অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির দেশের নারী ক্রিকেটকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনিই প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার, যিনি বিশ্বজুড়ে কিংবদন্তিদের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছিলেন।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে—
“এই সাতজন কেবল অসাধারণ পারফর্মার ছিলেন না, তারা প্রতিটি দেশের ক্রিকেট সংস্কৃতিতে স্থায়ী ছাপ রেখে গেছেন। এই ‘মেগা ইনডাকশন’ হল অব ফেমের ইতিহাসে এক মাইলফলক।”
আরও পড়ুন :
পেয়ারা পাতা : প্রাকৃতিক উপাদানে সুস্থ থাকার সহজ উপায়