Jasprit Bumrah lose vice-captaincy
শান্তিপ্রিয় রায়চৌধুরী: টেস্টে পাকাপাকিভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন জাসপ্রিত বুমরাহ। ভারত দলকে নেতৃত্বও দিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতিয়েছেনও। কিন্তু চোট তার সবকিছু কেড়ে নিল। দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ফিরলেও বুমরাহ কিন্ত আর রোহিত শর্মার ডেপুটি থাকছেন না (Jasprit Bumrah lose vice-captaincy)।
ভারতের বোর্ড বিসিসিআই সূত্রের খবর, ইঙল্যান্ড সফরে বুমরাহকে দলে রাখবে বোর্ড, তবে পাঁচ টেস্টের সবকটিতে খেলাবে না। তার পিঠের চোট এবং বাড়তি লোড সামলাতেই এই সিদ্ধান্ত (Jasprit Bumrah lose vice-captaincy)। তাছাড়া সিরিজের মাঝে বারবার সহ-অধিনায়ক পরিবর্তনের ঝামেলাও এড়াতে চাইছে বিসিসিআই। তাই পদ পাচ্ছে না বুমরাহ। তবে দলের সহ অধিনায়ক কে হচ্ছেন, তা এখনও ঠিক করে নি বোর্ড।
বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা এমন একজনকে সহ-অধিনায়ক করতে চাইছি, যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে সিরিজে বারবার সহ-অধিনায়ক বদলাতে হবে। সেটা চাইছি না। অধিনায়ক ও সহ-অধিনায়ক সিরিজের সব টেস্ট খেললে দলের সুবিধা হবে।’
বুমরাহ ও মান্ধানার যুগলবন্দি: উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার ভারতীয় দুই তারকা
ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহ দানা বেঁধেছে
পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেছেন বুমরাহ এবং ফর্মেও ফিরছেন। আইপিএলই তার উদাহরণ।
জুন মাসে ইংল্যান্ড সিরিজ। সফরে থাকবেন বুমরাহ, টেস্টও খেলবেন। তবে নির্বাচক ও বোর্ডকে চিকিৎসকেরা জানিয়েছেন বেছে বেছে খেলাতে হবে বুমরাহকে। শর্তসাপেক্ষে দুটি পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী—ইংল্যান্ডের বিপক্ষে জাসপ্রিত বুমরাহকে পূর্ণাঙ্গ সুস্থ থাকলে কমপক্ষে চারটি টেস্ট খেলানো উচিত। তবে শারীরিকভাবে বুমরাহ কতটা ফিট সেটিই হচ্ছে শর্ত। যদি ঠিক থাকেন এবং পারফর্ম ভালো করেন, তবে বাড়বে টেস্ট ম্যাচ খেলার সংখ্যা।
বুমরাহর জায়গায় কে থাকবেন সহ অধিনায়ক তা নিয়ে ভাবছে বোর্ড। এমন পরিস্থিতিতে দুজনের নাম উঠে আসছে—শুভমন গিল ও রিশভ পান্ত। ২০ জুন থেকে শুরু হবে ইংলিশদের টেস্ট ম্যাচের লড়াই। শেষ টেস্ট ৩১ জুলাই শুরু। ম্যাচগুলি যথাক্রমে হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ম্যানচেষ্টার এবং ওভালে খেলা হবে। আর কিছু দিনের মধ্যে ভারতীয় দল ঘোষণা হবে।
#JaspritBumrah #EnglandTour #NoleadershipRole #BCCI
আরও পড়ুন :
পাকিস্তানি মহিলাকে বিয়ে করায় সিআরপিএফ জওয়ান বরখাস্ত: অনুমতির নেওয়ার পরও চাকরি হারালেন মুনির আহমেদ
ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সি এর প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক