Pahalgam Attack IndoPak Cricket
ক্লাউড টিভি : কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চরম উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, আর যার আঁচ সবচেয়ে বেশি লেগেছে ক্রিকেটে (Pahalgam Attack IndoPak Cricket)।
ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এবার পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।
এদিকে রাজনীতির সঙ্গে অযথা খেলাকে জড়িয়ে ভারতের উসকানিমূলক আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। পহেলগামের ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পাকিস্তানকে দায়ী করায় ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। এছাড়া দেশটির মহিলা দলের ওপেনার গুল ফিরোজা জানিয়েছেন, ভারতে কখনোই খেলতে যেতে রাজি নন তিনি।
তিন দিনে ৫৩৭ পাকিস্তানি নাগরিক ভারতে ত্যাগ করলেন, জানালেন সরকারি কর্মকর্তা
পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৫: প্রধান পর্যটন কেন্দ্রে বিভীষিকা, গোটা দেশজুড়ে নিন্দা
তাছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কে চিড় ধরেছে ২০১৩ সাল থেকেই।শুধু আইসিসি ও এসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ(Pahalgam Attack IndoPak Cricket)। ভবিষ্যতে বিশ্বকাপ ও এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে খেলবে না, এই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছেন, ‘আমি বোর্ডের এই সিদ্ধান্তে শতভাগ একমত। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো কৌতুক নয় যে, প্রতিবছর এমন ঘটনা ঘটতে থাকবে। বোর্ড আইসিসিকে চিঠি দিলে ঠিক কাজ করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’
আফ্রিদি বলেছেন,ভারত সব সময় বলে থাকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদৎ দেয়। এটা ঠিক কথা নয়। ভারত তাদের সব সংকটের জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী ও অভিযুক্ত করে (Pahalgam Attack IndoPak Cricket)। এটা দুর্ভাগ্যজনক ও অযৌক্তিক। শোকের এই সময়ে এই নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। সংলাপই হতে পারে একমাত্র সমাধান। যুদ্ধ কারও জন্য ভালো কিছু করে না।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হওয়ার কথা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটা পাকিস্তান মহিলা দল বিশ্বকাপে তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো দেশে। এটা আগেই চূড়ান্ত হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ভারতে না খেলা নিয়ে গুল ফিরোজার প্রতিক্রিয়া, ‘এটা পরিষ্কার যে, আমরা ভারতে খেলব না। ভারতে কখনো খেলতে যাওয়ার ইচ্ছা নেই আমাদের। বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো এশিয়ার অন্য কোনো দেশে হবে। তবে যেখানেই খেলা হোক, আমরা প্রস্তুত।’
#PahalgamAttack #IndiavsPakistan #Cricket #SourovGanguly #ShahidAfridi
আরও পড়ুন :
BBC-কে সতর্ক করল ভারত সরকার, নিষিদ্ধ করা হল ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল
পায়েল কাপাডিয়ার কৃতিত্বে উজ্জ্বল ভারত: কান এ গ্র্যান্ড প্রিক্স জয়ের পর পেলেন ফরাসি সম্মান