Breaking News

champions trophy venue

চ্যাম্পিয়ন্স ট্রফি: ভেন্যু প্রস্তুত না হওয়ায় সমালোচনায় পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক মাসও নেই। তবে এখনও প্রস্তুত হয়নি ভেন্যু গুলো

champions trophy venue is not ready in Pakistan

champions trophy venue

ক্লাউড টিভি ডেক্স : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক মাসও নেই। তবে এখনও প্রস্তুত হয়নি ভেন্যু গুলো (champions trophy venue)। আর নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় আবারও সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কবে স্টেডিয়ামগুলো প্রস্তুত হবে তা নিয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এতে টুর্নামেন্ট শুরুর আগেও বাড়তি চাপে থাকবে পিসিবি।

শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু সঠিক সময়ে না হওয়া নিয়ে সমালোচনা শুরু
হয়েছে।

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জমজমাট করতে আসরের তিনটি ভেন্যু সংস্কারের কাজ হাতে নেয় পিসিবি। যার জন্য প্রায় ১৩ বিলিয়ন পাকিস্তানি টাকা বরাদ্দ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জানুয়ারির ২৫ তারিখের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা থাকলেও সেই কাজ এখনো শেষ হচ্ছে না। সংস্কার শেষ করতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য,তিন বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম ঘোষণার পর আসরের ভেন্যুগুলোকে(champions trophy venue) অত্যাধুনিক করার ঘোষণা দেয় পিসিবি। বিশেষ করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে (champions trophy venue) আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরি করতে বৃহৎ পরিকল্পনার কথা জানিয়ে ছিল পাকিস্তান বোর্ড প্রধান। স্টেডিয়াম নিয়ে অত্যাধুনিক পরিকল্পনা থাকলেও তখন প্রশ্ন উঠেছিল নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়াম পাওয়া যাবে কি না। তখন পিসিবি প্রধান জানিয়েছিলেন, সময়মতো সংস্কার কাজ শেষ করতে ২৫০ শ্রমিক দিন-রাত কাজ করে যাচ্ছেন। তবে কাজ শেষ করতে কাজের গতি আরও বাড়াতে উদ্যোগ নিয়েছে পিসিবি।

আপাতত একটি ডিজিটাল স্কোরবোর্ড বসানো শেষে দ্বিতীয়টির কাজ চলছে। এছাড়া ৬টি ফ্লাডলাইটের লাইট পরিবর্তনের কাজও শেষ। সব কাজ শেষ করতে আরও ১০ থেকে ১৫ দিন লাগতে পারে বলে জানা গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে করাচি স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তান সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ট্রাইনেশন সিরিজ। করাচি স্টেডিয়ামের কাজও চলমান। তাই আপাতত এ সিরিজের প্রথম ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করার লক্ষ্য পাকিস্তানের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন পান্ডিয়া

ad

আরও পড়ুন: