Virat Kohli Records
কিং কোহলি: টেস্ট ক্রিকেটে এক বিরাট অধ্যায়ের নাম
২০১৮-১৯ সালে এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতেন কোহলি
- Published by: icloudad
- Posted:May 12, 2025 11:25 pm
- Updated:May 12, 2025 11:25 pm
Virat Kohli Records
১২ মে ২০২৫ (ক্লাউড টিভি): সাদা পোশাকের ক্রিকেটে কিং কোহলি এত কিছু করেছেন যা তাকে তার নামের মতো ‘বিরাট’ বানিয়েছে (Virat Kohli Records)।
পারিশ্রমিকে কোহলি এখন আর ভারতের শীর্ষ ক্রিকেটার নন
ফিরে দেখা ২০২৪ : ‘বিরাট’ জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারত
১৪ বছরের সফল টেস্ট ক্রিকেট ক্যারিয়ার শেষে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন
কী সেই সব রেকর্ড –
- ** ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশিবার এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক টেস্ট রান কোহলির দখলে। বিরাট রেকর্ড কোহলি গড়েছেন ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে।
- ** অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস কোহলি খেলেছেন ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অপরাজিত ২৫৪ রান করেন কোহলি।
- **ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি ২০টি সেঞ্চুরি আছে কোহলির। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনও ভারতীয় ক্রিকেটার এতসেঞ্চুরি করেননি।
- ** ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহ কোহলির। তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে সাকুল্যে ৫৮৬৪ রান সংগ্রহ করেছেন।
- **টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কোহলির। **টেস্ট ক্রিকেটে কোহলির ঝুলিতে ৭টি দ্বিশতরান।
- **ক্যাপ্টেন হিসেবেও টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান করেছেন বিরাট কোহলি। তিনি দেশকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে মোট ৬টি ডাবল সেঞ্চুরি করেন।
- **ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে কোহলির দখলে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ৪০টি টেস্টে জয় তুলে নেয়।
- **টেস্টে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।
- **ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছন বিরাট। ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন।
- **এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েন বিরাট কোহলি (২০১৮-১৯)।
- **ক্যাপ্টেন হিসেবে একটানা সব থেকে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।
- **ভারতের ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি ৭টি টেস্ট সেঞ্চুরি আছে কোহলির।
#KingKohli #ViratKohliRecords #TestLegend #KohliTheCaptain #IndianCricket #GoatOfTest #CricketHistory
#ViratForever
আরও পড়ুন :
ধ্বংস PL-15 মিসাইল এবং পাকিস্তানি মিরাজ, চিন-পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর বিক্রম মিশ্রের পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন আক্রমণ