Breaking News

Saudi T20 League

IPLকে চ্যালেঞ্জ জানিয়ে সৌদি আনছে ৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ

প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে সৌদি আরব চালু করতে যাচ্ছে একটি বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ

Saudi T20 League Set to Challenge IPL Dominance %%page%% %%sep%% %%sitename%%

Saudi T20 League

ক্লাউড টিভি ডেস্ক : সৌদি আনছে ৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ। এই খবরে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে আইপিএল (Saudi T20 League)। এবং তা যদি সত্যি হয় তাহলে বিশ্ব ক্রিকেটে এক নতুন দিগন্ত এর উন্মোচন করবে সৌদি আরব। প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে সৌদি আরব চালু করতে যাচ্ছে একটি বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ।

অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, টেনিস গ্র্যান্ড স্ল্যামের আদলে আয়োজিত হবে এই লিগ (Saudi T20 League)। আটটি দল চারটি ভিন্ন ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে সৌদি কর্তৃপক্ষের প্রয়োজন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন দরকার।

IPLকে চ্যালেঞ্জ জানিয়ে সৌদি আনছে ৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ

হ্যারি ব্রুক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ

সৌদির ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস’ এই মেগা টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করবে। ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরের দেশগুলোতে টেস্ট ক্রিকেটের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও অন্যতম উদ্দেশ্য।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও প্লেয়ার ম্যানেজার নিল ম্যাক্সওয়েল এই লিগের মূল পরিকল্পনাকারী। তিনি এই লিগকে আইপিএল, বিগব্যাশের মতো জনপ্রিয় লিগগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে চান।

সৌদি আরব ইতোমধ্যেই ফুটবল, গলফ, ফর্মুলা ওয়ান ও বক্সিংয়ে বিশাল বিনিয়োগ করেছে। এবার ক্রিকেটেও বিনিয়োগ করতে চলেছে। এর জন্য তারা ক্রিকেট উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ এবং নতুন টি-টোয়েন্টি লিগের জন্য ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার (Saudi T20 League)।

তবে সৌদি লিগ চালু করার জন্য আইসিসির অনুমোদন প্রয়োজন। এর পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়া সহ বড় ক্রিকেট বোর্ডগুলোর সমর্থনও দরকার। অনুমোদন পেলে বিশ্ব ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে পারে।

প্রশ্ন একটাই, সত্যিই কি সৌদির এই বিপুল বিনিয়োগ আইপিএলের একাধিপত্য চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে? সময়ই উত্তর দেবে।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: