Ranji Trophy Bengal vs Gujarat
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : বাংলা ক্রিকেট দলের জন্য দারুণ দিন। চোট সারিয়ে মাঠে ফিরে আসা অলরাউন্ডার শাহবাজ আহমেদ দেখিয়ে দিলেন, তিনি এখনও আগের মতোই কার্যকর। দীর্ঘ বিরতির পর রঞ্জি ট্রফিতে ফিরেই চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। অন্যদিকে, টিম ইন্ডিয়ার পেস তারকা মোহাম্মদ শামিও ছন্দে ফিরেছেন— নিয়েছেন দুটি উইকেট। এই দুই তারকার পারফরম্যান্সে ভর করে রঞ্জি ট্রফির ম্যাচে চাপে পড়ে গেল প্রতিপক্ষ দল গুজরাট।
প্রথম ইনিংসে বাংলা দল ব্যাট হাতে তুলেছিল ২৭৯ রান। জবাবে গুজরাটের ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার হয়ে যায় শাহবাজ ও শামির আগুনে বোলিংয়ে। শাহবাজ নিজের ধারাবাহিক স্পিনে মিডল অর্ডার ভেঙে দেন, অন্যদিকে শামির নিখুঁত সুইং আর লেন্থে ওপেনার ও মিডল অর্ডারকে বিপাকে ফেলেন।
বিশাখাপত্তনমে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় AI ডেটা সেন্টার, বিনিয়োগ ১৫ বিলিয়ন ডলার!
চিলির মরুর বুকে ফুলের বাগান! প্রকৃতির অপূর্ব বিস্ময় আতাকামায়
বাংলা দলের বোলিং আক্রমণে এদিন দেখা গেল ভারসাম্য— একদিকে অভিজ্ঞ পেসার, অন্যদিকে ঘূর্ণির জাদু। দ্বিতীয় দিনের শেষে পরিস্থিতি এমন যে, প্রথম ইনিংসে লিড নেওয়ার দোরগোড়ায় বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, “দলটা এখন ছন্দে আছে। শাহবাজের মতো অভিজ্ঞ ক্রিকেটার ফিরেছে, শামিও দারুণ বোল করছে— এটা খুবই ইতিবাচক।”
শাহবাজ আহমেদ বলেন, “ফিরে আসাটা খুব আবেগের। কিছুদিন পর আবার বাংলার জার্সিতে খেলতে পারা আমার কাছে গর্বের বিষয়। এই উইকেটগুলো দলের জন্যই উৎসর্গ করছি।”
এই ম্যাচে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে আসাম–সার্ভিসেসের মধ্যে হওয়া আরেক রঞ্জি ম্যাচ, যা ইতিহাসে অন্যতম সবচেয়ে ছোট ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে। মাত্র দুই দিনেই শেষ হয়ে যায় খেলা।
সব মিলিয়ে, বাংলা দলের জন্য এই দিনটা ছিল আত্মবিশ্বাস ফেরানোর এক নিদর্শন। শাহবাজের স্পিন এবং শামির গতি— দুই মিলে প্রতিপক্ষের ব্যাটিং ভেঙে পড়েছে একেবারে আগাগোড়া।
আরও পড়ুন :
তালিবান সরকার কুনার নদীতে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিল, পাকিস্তানে জলসঙ্কটের আশঙ্কা