Shubman Gill Love Rumours
ক্লাউড টিভি: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুবমান গিল শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব যেন থামছেই না। কখনো নাম জড়িয়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে, আবার কখনো বলিউড অভিনেত্রী সারা আলি খানের নামও উঠে এসেছে। এমনকি অভনিত কর নামের এক তরুণী সম্পর্কেও নানা গুঞ্জন রটেছিল। এসব নিয়ে এবার মুখ খুললেন খোদ গিল (Shubman Gill Love Rumours)।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শুবমান গিল জানান, গত তিন বছরেরও বেশি সময় ধরে তিনি সম্পূর্ণ সিঙ্গেল। এমনকি যেসব নারীর সঙ্গে তার নাম জড়ানো হয়েছে, তাদের অনেকের সঙ্গেই তার কোনো সাক্ষাৎ পর্যন্ত হয়নি। এই গুজবগুলিকে তিনি “বিস্ময়কর এবং মজার” বলে মন্তব্য করেছেন।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব সিআইডির
এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!
গিল বলেন, “গত তিন বছরের বেশি সময় ধরে আমি সিঙ্গেল (Shubman Gill Love Rumours)। এই সময়ে আমাকে নানান মানুষের সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে। কখনো এমনও হয়েছে, যাদের সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি। এটা সত্যিই বিস্ময়কর। আমি মাঝে মাঝে এসব দেখে নিজেও হেসে ফেলি।”
গুজব ও তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জনমাধ্যমে বাড়াবাড়ি প্রসঙ্গে গিল বলেন, “লোকজন বিশ্বাস করতে চায় যা তারা দেখতে চায়। কারও সঙ্গে একসঙ্গে দেখা গেলেই ধরে নেওয়া হয় আমরা সম্পর্কে আছি। কিন্তু বাস্তবতা অনেক আলাদা।”
ব্যস্ত ক্রিকেট সূচিই মূল কারণ, জানালেন গিল। “আমরা বছরে প্রায় ৩০০ দিনের বেশি সময় সফরে থাকি। এক দেশের পর আরেক দেশে খেলতে হয়, এক টুর্নামেন্ট শেষ না হতেই আরেকটি শুরু। এর মাঝে সম্পর্ক গড়ে তোলা এবং সেটিকে সময় দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব।”
শুবমান গিলের এমন স্পষ্ট বক্তব্যে ভক্তদের মনে থাকা বহু প্রশ্নের জবাব মিলে গেছে। এখন প্রশ্ন হলো, এই তরুণ ক্রিকেটার নিজের প্রেম নিয়ে এত জল্পনার পরও কতটা সাবধান হবেন ভবিষ্যতে?
এদিকে তার মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ভক্ত গিলের স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বলছেন, মিডিয়া ও অনুরাগীদের উচিত তার ব্যক্তিগত জীবনকে একটু সম্মান করা।
শেষ পর্যন্ত, প্রেম বা গুজব যাই হোক না কেন, শুবমান গিল জানিয়ে দিয়েছেন—এখন তার একমাত্র ফোকাস ক্রিকেট। বল ব্যাটে যেন আরও দুর্দান্ত হয়ে উঠতে পারেন, সেটাই তার প্রধান লক্ষ্য।
#ShubmanGill #SaraTendulkar #SaraAliKhan #CricketGossip #GillOnLoveRumours
আরও পড়ুন :
ধোনি থামছেন না! পরের আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দিতে প্রস্তুত এমএস