ShubmanGill FutureOfIndianCricket
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: শচীন টেন্ডুলকার আর বিরাট কোহলি—ভারতের ব্যাটিংয়ের দুই মাইলফলক নাম। এক সময় যারা ভারতের টেস্ট এবং ওয়ানডে ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন, সেই দুজনকেই যেন এখন পেছনে ফেলতে শুরু করেছেন শুভমান গিল। না, একেবারে ‘সর্বকালের সেরা’ ট্যাগ নয়, তবে পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারের শুরুর পর্যায়ে গিল কিন্তু অনেক কিছুর নিরিখেই এগিয়ে শচীন-কোহলির চেয়ে (ShubmanGill FutureOfIndianCricket)। বিশেষত অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে গড়া রেকর্ড একে তো ঐতিহাসিক, তার ওপর শচীন-কোহলিকেও ছুঁয়ে যাওয়া—কি বলবেন না?
এজবাস্টনে ইংল্যান্ডের মাটিতে ২৬৯ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন শুভমান গিল। ভারতের কোনো ব্যাটসম্যান আগে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করতে পারেননি—না শচীন, না কোহলি। শচীন ২০০২ সালে ১৯৩ রানে থেমেছিলেন, কোহলি ২০১৮ সালে এই মাঠেই ১৪৯ রানে।
ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক শুভমান গিল—টেস্ট নেতৃত্বে নতুন যুগের সূচনা
এক ইনিংসেই শুভমান গিলের ৫ রেকর্ড: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন তরুণ অধিনায়ক
তবে শুধু একটা ইনিংস নয়, গোটা সিরিজেই দাপট দেখিয়েছেন গিল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজেই করলেন ৭৫৪ রান, যা ভারতের কোনো অধিনায়কের এক সিরিজে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল সুনীল গাভাস্কারের—১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে করা ৭৩২ রান। শুধু তাই নয়, এক সিরিজে ৪টি শতরানের নজিরও গড়েছেন গিল, সেই তালিকায় আছে গাভাস্কার আর ডন ব্র্যাডম্যানের নাম।
এই রেকর্ডগুলো থেকেই স্পষ্ট—গিলের অভিষেক টেস্ট সিরিজ কেবল সাফল্য দিয়ে ভরপুর নয়, ঐতিহাসিকও বটে।
শচীন-কোহলির সঙ্গে তুলনা
টেস্টে (৩৭ ম্যাচ):
শুভমান গিল: ২৬৪৭ রান, গড় ৪১.৩৫, সেঞ্চুরি ৯টি, সর্বোচ্চ ২৬৯
বিরাট কোহলি: ২৭৯৪ রান, গড় ৪৫.০৬, সেঞ্চুরি ১১টি, সর্বোচ্চ ১৬৯
শচীন টেন্ডুলকার: ২৪৮১ রান, গড় ৫২.৭৮, সেঞ্চুরি ৮টি, সর্বোচ্চ ১৭৯
রানের দিক থেকে গিল কোহলির চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও, সেঞ্চুরির সংখ্যায় শচীনের চেয়ে এগিয়ে। গড়ের দিক থেকে শচীন এগিয়ে থাকলেও, ইনিংসের প্রভাব বিবেচনায় গিলের ২৬৯ রানের ইনিংস নিঃসন্দেহে শীর্ষস্থানীয়।
ওয়ানডে (৫৫ ম্যাচ):
গিল: ২৭৭৫ রান, গড় ৫৯.০৪, সেঞ্চুরি ৮টি, সর্বোচ্চ ২০৮
কোহলি: ১৯৫৬ রান, গড় ৪৩.৪৬, সেঞ্চুরি ৫টি, সর্বোচ্চ ১১৮
শচীন: ১৫২০ রান, গড় ৩২.৩৪, সেঞ্চুরি ০, সর্বোচ্চ ৮৪
ওয়ানডে ফরম্যাটে গিল অনেকটাই এগিয়ে। একই সংখ্যক ম্যাচে তার রান, গড় ও শতরান—সবকিছুতেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।
শুরুটা নিঃসন্দেহে দুর্দান্ত। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে ২-২ সমতা নিয়ে ফিরেছেন গিলের দল। সিরিজে সর্বোচ্চ রান, চারটি সেঞ্চুরি, ঐতিহাসিক ইনিংস—এমন কীর্তি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনেও ঈর্ষা জাগাতে পারে।
পরিসংখ্যানের নিরিখে গিল এখনই শচীন বা কোহলির কিছু রেকর্ডের সমান বা তার থেকেও ভালো। তবে দীর্ঘ পথ এখনও বাকি, কারণ কিংবদন্তি হওয়া মানে শুধু কয়েকটা সিরিজ নয়, বরং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
আরও পড়ুন :
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সিরাজ, আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে লাফ একাধিক তারকার
শুভমান গিল ভারতীয় ক্রিকেটের জন্য আশার আলো: প্রশংসায় ভরিয়ে দিলেন গম্ভীর