Gavaskar Supports Kambli
শান্তিপ্রিয় রায়চৌধুরী: ভারতের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি শারীরিক অসুস্থতা মধ্যে দিন কাটাচ্ছেন। আর্থিক সংকটের কারণে তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। কিডনির সংক্রমণের কারণে তিনি ২০২৪ সালের ডিসেম্বরে থানের আক্রুতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।কাম্বলির এই দুর্দিনে তার পাশে দাঁড়ালেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (Gavaskar Supports Kambli)।
টাইমস অফ ইন্ডিয়ার এক পতিবেদনে বলা হয়েছে, গাভাস্কারের প্রতিষ্ঠিত চ্যাম্পস ফাউন্ডেশন থেকে কাম্বলিকে প্রতি মাসে
৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর পাশাপাশি, তাঁর বাৎসরিক চিকিৎসা খরচের জন্য অতিরিক্ত ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে (Gavaskar Supports Kambli)।
উল্লেখ, ২০২৪ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের শিবাজি পার্কে কোচ রামাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে গাভাস্কার কাম্বলির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। চলতি বছরের জানুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুজনের সাক্ষাৎও হয়েছিল।
ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন!
এদিকে, বিনোদ কাম্বলির ব্যক্তিগত জীবনেও চলছে খারাপ সময়। ২০২৩ সালে স্ত্রী আন্দ্রেয়া হিউইট তাঁর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করলেও পরে স্বামীর অসহায় অবস্থা দেখে এই সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়ে তিনি এখন স্বামীর পাশে।
১৯৯০-এর দশকে ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটারের জীবনের এই পড়ন্ত বেলায় তার পাশে দাঁড়িয়ে নতুন করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাভাস্কার (Gavaskar Supports Kambli)।
#SunilGavaskar #VinodKambli #Cricketer #FinancialSupport
আরও পড়ুন :
বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত দশম স্থানে, শীর্ষে আছে যারা