Breaking News

Sunil Gavaskar's Hair Cut

ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন!

যুগ যুগ ধরে বিশ্ব ক্রীড়াঙ্গনে কত রোমাঞ্চকর ঘটনাই না ঘটেছে। আমরা কতজনই বা তা মনে রাখতে পেরেছি। সেইসব ঘটনা মনে করিয়ে দিতেই এই প্রতিবেদন।

Sunil Gavaskar's Hair Cut: A Match Day Incident %%page%% %%sep%% %%sitename%%

Sunil Gavaskar's Hair Cut

শান্তিপ্রিয় রায় চৌধুরী: ঘটনাটি ঘটেছিল ১৯৭৪ সালে। টেস্ট খেলতে ইংল্যান্ডে গিয়েছিল অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারত। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোডে সেই টেস্টে তখন ব্যাট করছিলেন কিংবদন্তি ক্রিকেটার গাভাসকার। মাঠে ছিল প্রতিকূল আবহাওয়া। বইছিল তীব্র ঝোড়ো হাওয়া। সবকিছুই ওলট-পালট হয়ে যাচ্ছিল। বড় চুলের জন্য তাকে সমস্যায় ফেলছিল। বোলারটি যখন বল করতে আসছিলেন তখনই চোখের সামনে চুল এসে পড়ায় অনেক সময়ই বল দেখতে পাচ্ছিলেন না। তখনই মাঠেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন গাভাসকর (Sunil Gavaskar’s Hair Cut)।

একটা প্রীতি ম্যাচে রোনালদিনিও কত টাকা নেয় জানেন?

রাজ কাপুর বলেছিলেন “এই আমার গঙ্গা”; মন্দাকিনী নয়, কে ছিলেন রাজ কাপুরের প্রথম পছন্দ

সানি বলেছেন, “খুবই মজার ব্যাপার ছিল ওটা। সেইসময় আমি টুপি পরতাম না। এখনকার তুলনায় তখন আমার চুল ছিল বেশ বড়। ঝোড়ো হাওয়ায় আমার চোখের সামনে চুল এসে পড়ছিল। তখনই আমি আম্পায়ার ডিকি বার্ডকে জিজ্ঞেস করি, ওঁর কাছে কাঁচি আছে কিনা। আছে, জানতে পেরেই ওঁকে বলি আমার চুল কেটে দিতে (Sunil Gavaskar’s Hair Cut)। ম্যাচ চলাকালীনই খেলায় কিছুক্ষণ বিরতি দিয়ে উনি আমার চুল কেটে ছোট করে দেন। বলের সেলাই অনেক সময় উঠে আসে বা বেরিয়ে পড়ে। তখন আম্পায়াররা কাঁচি দিয়ে ওই সুতো কেটে দেন। সেই কারণে আম্পায়ারদের কাছে যে কাঁচি থাকে, তা আমি ভালো করেই জানতাম। তাই ডিকির কাছে যাই। তিনি আমাকে ফিরিয়ে দেননি। হাসিমুখে আমার চুলগুলো কেটে দিয়েছিলেন।”

এক সময় গাভাসকর মজা করে কমেন্ট্রি চলাকালীন বলেন, ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র প্লেয়ার, যিনি মাঠের মধ্যেই চুল কাটিয়েছেন আম্পায়ারকে (Sunil Gavaskar’s Hair Cut) দিয়ে। সেই ম্যাচে সেঞ্চুরি করেন সুনীল গাভাসকর। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত।

আরও পড়ুন :

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য
আমাজন প্রতিষ্ঠাতা বেজোসের বিয়ে, বিলাসবহুল সব হোটেল বুকড, প্রমোদতরি নিয়ে বিপত্তি

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: