Breaking News

T20WorldCup2026

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক গ্রুপে নয় ভারত-পাকিস্তান! আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব ক্রিকেট

বহুজাতিক টুর্নামেন্টেও একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম: এমনকি নকআউট পর্বেও মুখোমুখি না হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

T20WorldCup2026: What to Expect from the Event %%page%% %%sep%% %%sitename%%

T20WorldCup2026

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20WorldCup2026)। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর দ্বৈরথ—ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই গ্যালারিতে উত্তেজনার ঝড়, টিভি স্ক্রিনে কোটি দর্শকের চোখ। কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন। সাম্প্রতিক কূটনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে দুই দলকে এক গ্রুপে না রাখার পরিকল্পনা করছে আইসিসি।

২০২৫  সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। এর আগে থেকেই সীমান্তে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। নতুন করে এই হামলা ক্রিকেটীয় সম্পর্কেও ছায়া ফেলেছে।

IPLকে চ্যালেঞ্জ জানিয়ে সৌদি আনছে ৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ

ক্লাব বিশ্বকাপ ঘিরে ফিফার চমক: চালু হচ্ছে বিশেষ ট্রান্সফার উইন্ডো

ভারতের কূটনৈতিক অবস্থান স্পষ্ট—তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করতে আগ্রহী নয়। ফলে আইসিসি ইভেন্টেও ভারত এই প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলতে চায় না।

এই পরিস্থিতিতে আইসিসি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী ১৭-২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বার্ষিক সম্মেলনে।

বিসিসিআই-এর একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়,

“এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। নকআউট ম্যাচে দেখা হওয়ার সম্ভাবনা থাকলেও গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানকে আলাদা রাখার চেষ্টা থাকবে।”

যদি দুই দল নকআউট পর্বে পৌঁছায়, তখন তাদের মুখোমুখি হওয়া এড়ানো সম্ভব হবে না। তবে গ্রুপ পর্বে তাদের আলাদা রাখার মাধ্যমে উত্তেজনা প্রশমনের কৌশল নেওয়া হচ্ছে।

অবশ্য এই বিশ্বকাপ এখনো প্রায় ২০ মাস দূরে। এর আগে, ভারত আয়োজন করবে ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ। এই আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কিনা, সেটিও এখনো নিশ্চিত নয়।

এই পরিস্থিতি কেবল ক্রীড়ার মাঠেই নয়, বরং দুই দেশের সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটকে প্রতিফলিত করছে। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে ক্রিকেটের সংযোগ আবারও স্পষ্ট হয়ে উঠছে।

আরও পড়ুন :

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি: বিদায় জানালেন কিংবদন্তি লুকা মদ্রিচ

মাদাম তুসোতে প্রিন্সেস কেট মিডলটনের নতুন মূর্তি: ভবিষ্যৎ রানির সম্মানার্থে এক রাজকীয় শ্রদ্ধা

ad

আরও পড়ুন: