কেন উইলিয়ামসন T20WorldCup2026
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : অবশেষে স্পষ্ট হলো ব্ল্যাক ক্যাপস সমর্থকদের বহুদিনের অপেক্ষার অবসান। নিউজিল্যান্ড ক্রিকেটের (NZC) ঘোষণায় নিশ্চিত হলো, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20WorldCup) খেলবেন দেশের কিংবদন্তি ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (KaneWilliamson)। তবে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারবেন না তিনি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন ও টিম সেইফার্টসহ আরও কয়েকজন শীর্ষ ক্রিকেটার ২০২৫/২৬ মৌসুমের জন্য নৈমিত্তিক চুক্তিতে সই করেছেন। এই চুক্তির ফলে তারা বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক সিরিজে দেশের হয়ে খেলতে বাধ্য থাকবেন।
নিউজিল্যান্ডের এই নৈমিত্তিক চুক্তি খেলোয়াড়দের বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার সুযোগ দেয়। তবে শর্ত হলো, জাতীয় দলের কিছু নির্দিষ্ট সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে হবে। এতে একদিকে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা যেমন নিশ্চিত হয়, অন্যদিকে দেশের জন্য তাদের প্রাপ্যতাও বজায় থাকে।
চুক্তিবদ্ধদের মধ্যে থাকা উইলিয়ামসনকে ঘিরে সবচেয়ে বড় প্রত্যাশা আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করেই। যদিও তিনি অক্টোবরের শুরুতে মাউন্ট মাউঙ্গানুইতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না।
নিউজিল্যান্ড দলের প্রধান কোচ স্কট ওয়েইনিঙ্ক বলেছেন,
“এত বড় ইভেন্ট সামনে রেখে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত ও প্রাপ্য থাকবেন। এই চুক্তি সেই নিশ্চয়তাই দিল।”
তিনি আরও জানান, দলের মূল পরিকল্পনা হলো ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজের আগেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া।
নিউজিল্যান্ড আগামী ১ অক্টোবর থেকে মাউন্ট মাউঙ্গানুইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ। আর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর।
উইলিয়ামসনের অনুপস্থিতি অস্ট্রেলিয়া সিরিজে দলকে কিছুটা পিছিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়াটা কিউই সমর্থকদের জন্য বড় স্বস্তি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাফল্যের জন্য উইলিয়ামসনের অভিজ্ঞতা অমূল্য হতে চলেছে। দীর্ঘদিন ধরে তিনি দলের ব্যাটিং লাইন-আপের মূল ভরসা। ক্যাপ্টেনসি ছাড়লেও নেতৃত্বের অভিজ্ঞতা এবং চাপের সময়ে শান্ত থাকার দক্ষতা পুরো দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন :
ভারত খেলে বিশ্বমানের ক্রিকেট, পাকিস্তান পড়ে আছে ক্লাব স্তরে: শোয়েব আখতার
অফিসে অসুস্থতার কারণে ছুটি চাইবার মাত্র ১০ মিনিট পরেই হার্ট অ্যাটাকে মারা গেলেন