Breaking News

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু ৭ ফেব্রুয়ারি, ফাইনাল হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে

ক্রিকইনফো জানিয়েছে, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দল খেলবে মোট ৫৫টি ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সূচি : শুরু ৭ ফেব্রুয়ারি, ফাইনাল আহমেদাবাদ বা কলম্বোতে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সূচি

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটপ্রেমীদের অন্যতম প্রতীক্ষিত আসর। এবার ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আগামী আসরের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। দুই দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই মহারণ। ভারতের পাঁচটি মাঠ এবং শ্রীলঙ্কার দুটি মাঠে খেলা হবে। তবে ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে বিশেষ শর্তে।

বিশ্বকাপের আগে ছয় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

সূত্র মতে, যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। কারণ আগামী তিন বছর পাকিস্তান ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না। অন্যদিকে, পাকিস্তান যদি ফাইনালে না ওঠে, তাহলে ফাইনাল হবে ভারতের আহমেদাবাদে।

তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি আইসিসি। কিন্তু অংশগ্রহণকারী দেশগুলিকে সম্ভাব্য সূচি ও উইন্ডো জানিয়ে দিয়েছে আয়োজকরা। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০ দলের এই বিশ্বকাপ হবে চারটি গ্রুপে বিভক্ত হয়ে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যাবে সুপার এইট পর্বে।

সুপার এইটে দলগুলো একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। তারপর হবে মহারণ ফাইনাল। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।

আগেই নিশ্চিত হয়ে গেছে ১৫ দলের অংশগ্রহণ। সেগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি। বাকি ৫টি দল আসবে কোয়ালিফায়ার থেকে।

এই বিশ্বকাপের আরেকটি বড় দিক হলো ভারতের ঘরের মাঠে দীর্ঘ সময় পর বড় আন্তর্জাতিক আসর আয়োজন। ভারতীয় দর্শকদের প্রত্যাশা এবার অনেক বেশি। অন্যদিকে, শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরাও মুখিয়ে আছেন এমন এক আয়োজনের সাক্ষী হতে।

আন্তর্জাতিক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ২০ দলের এই বিশ্বকাপ হতে চলেছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর। বেশি দল মানে বেশি ম্যাচ, আর বেশি উত্তেজনা। এশিয়ার দুই দেশ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজনে নতুন মাত্রা যোগ হবে বলেই মনে করা হচ্ছে।

তবে ফাইনালের ভেন্যু নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ভারতের অনেক ক্রিকেটপ্রেমী চাইছেন ফাইনাল হোক আহমেদাবাদে, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। অপরদিকে, শ্রীলঙ্কান ভক্তদের আশা, পাকিস্তান ফাইনালে পৌঁছুক এবং ম্যাচ হোক কলম্বোতেই।

এখন ক্রিকেটবিশ্ব তাকিয়ে আছে আইসিসির আনুষ্ঠানিক সূচি ঘোষণার দিকে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে ম্যাচের তারিখ ও ভেন্যুর বিস্তারিত তালিকা।

আরও পড়ুন :

আজ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এনডিএ বনাম ইন্ডিয়া জোট

ভারতের নতুন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, অভিনন্দন জানালেন জগদীপ ধনকর

ad

আরও পড়ুন: